জাতীয় ভোটার দিবস উপলক্ষে আগামী রবিবার (২ মার্চ) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম চলবে জুন পর্যন্ত।
চলতি বছরের ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয় ১৮ লাখ ৩৩ হাজার ভোটার, যা মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখে পৌঁছে দেয়। তবে প্রত্যাশিত হারে নতুন ভোটার অন্তর্ভুক্ত না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ শুরু করে ইসি।
আইনি জটিলতা থাকলেও, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ দিতে চায় কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, হালনাগাদ প্রক্রিয়া শেষে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন এবং বাদ পড়া মিলিয়ে রেজিস্ট্রেশন করেছেন ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক, আর মৃত ভোটার বাদ পড়েছেন প্রায় ১৭ লাখ।
ভোটার দিবস উপলক্ষে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে। কেন্দ্রীয় অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির প্রতিনিধি এবং সুশীল সমাজের পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন, তবে কোনো সেলিব্রেটি থাকবেন না।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন তিনি।