ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আগামী রবিবার (২ মার্চ) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম চলবে জুন পর্যন্ত।

চলতি বছরের ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয় ১৮ লাখ ৩৩ হাজার ভোটার, যা মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখে পৌঁছে দেয়। তবে প্রত্যাশিত হারে নতুন ভোটার অন্তর্ভুক্ত না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ শুরু করে ইসি।

আইনি জটিলতা থাকলেও, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ দিতে চায় কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, হালনাগাদ প্রক্রিয়া শেষে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন এবং বাদ পড়া মিলিয়ে রেজিস্ট্রেশন করেছেন ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক, আর মৃত ভোটার বাদ পড়েছেন প্রায় ১৭ লাখ।

ভোটার দিবস উপলক্ষে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে। কেন্দ্রীয় অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির প্রতিনিধি এবং সুশীল সমাজের পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন, তবে কোনো সেলিব্রেটি থাকবেন না।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন

প্রকাশিত: ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

জাতীয় ভোটার দিবস উপলক্ষে আগামী রবিবার (২ মার্চ) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম চলবে জুন পর্যন্ত।

চলতি বছরের ২ জানুয়ারি প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয় ১৮ লাখ ৩৩ হাজার ভোটার, যা মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখে পৌঁছে দেয়। তবে প্রত্যাশিত হারে নতুন ভোটার অন্তর্ভুক্ত না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ শুরু করে ইসি।

আইনি জটিলতা থাকলেও, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ দিতে চায় কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, হালনাগাদ প্রক্রিয়া শেষে প্রায় ৬২ লাখ নতুন ভোটার যুক্ত হবে। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন এবং বাদ পড়া মিলিয়ে রেজিস্ট্রেশন করেছেন ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক, আর মৃত ভোটার বাদ পড়েছেন প্রায় ১৭ লাখ।

ভোটার দিবস উপলক্ষে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে। কেন্দ্রীয় অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির প্রতিনিধি এবং সুশীল সমাজের পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন, তবে কোনো সেলিব্রেটি থাকবেন না।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন তিনি।