গণভবনে কে যাবে তা নির্ধারণ হবে বাংলাদেশ থেকে ভারত থেকে নয়, বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল)। তিনি আরো বলেন, সংসদে কে যাবে তা নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনতা। ক্ষমতার মসনদে কে বসবে তা নির্ধারণ করবে এ দেশের মানুষ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দল এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা দীর্ঘ দেড় দশকের আওয়ামী জাহেলিয়াতকে দূর করে আজকে আমরা মুক্ত বাংলাদেশে। যেই সংসদকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, সেই সংসদ ভবনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য আজ আমরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসে দাঁড়িয়েছি।