ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

অভিযানে গিয়ে ছিনতাইকারীর হামলায় দুই এসআই আহত

নগরীর ডবলমুরিং থানার বারিক বিল্ডিং এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আস্তানা থেকে লুট করা টাকা, ছিনতাই–ডাকাতির সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) জামিল এবং নজরুল। গ্রেপ্তার তিনজন হলেন জাহিদুল ইসলাম (২৪), মো. জুয়েল (৪৫) ও তারেক (২৫)।

 

পুলিশ জানিয়েছে, ছিনতাই করা অর্থ ভাগাভাগি করছিল একদল ছিনতাইকারী–এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ। এ সময় দুই এসআইকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এরপর ঘটনাস্থলে থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ গিয়ে তিনজনকে আটক করে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই স্থানটি ছিনতাইকারীরা তাদের আস্তানা হিসেবে ব্যবহার আসছে। এছাড়া ওই জায়গার পাশে একটি নির্মাণাধীন ভবনেও ছিনতাইকারীদের আস্তানা রয়েছে। বিভিন্ন জায়গায় ডাকাতি–ছিনতাই করে লুট করা সামগ্রী এবং তাদের ব্যবহৃত সরঞ্জাম তারা সেখানে রাখত।

 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, তারা এখানে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। মূলত তারা ছিনতাই–চুরি করে। পাশাপাশি এখানে টাকা ভাগ–বাটোয়ারা করছিল। আমাদের টিম এখানে এসে তিনজনকে আটক করে। বাকিরা আমাদের দুজন পুলিশ সদস্যকে গুরুতর আহত করে পালিয়ে যায়। সেখান থেকে নগদ টাকাসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি জানান, আটক তারেক ও জুয়েলের মধ্যে টাকার ভাগ–বাটোয়ারা নিয়ে মারামারি হয়েছে। তারা একে অপরকে ছুরি দিয়ে আঘাত করেছে। এর ফলে তারেক মাথায় আঘাত পেয়েছে।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

অভিযানে গিয়ে ছিনতাইকারীর হামলায় দুই এসআই আহত

প্রকাশিত: ০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

নগরীর ডবলমুরিং থানার বারিক বিল্ডিং এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আস্তানা থেকে লুট করা টাকা, ছিনতাই–ডাকাতির সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) জামিল এবং নজরুল। গ্রেপ্তার তিনজন হলেন জাহিদুল ইসলাম (২৪), মো. জুয়েল (৪৫) ও তারেক (২৫)।

 

পুলিশ জানিয়েছে, ছিনতাই করা অর্থ ভাগাভাগি করছিল একদল ছিনতাইকারী–এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ। এ সময় দুই এসআইকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এরপর ঘটনাস্থলে থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ গিয়ে তিনজনকে আটক করে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই স্থানটি ছিনতাইকারীরা তাদের আস্তানা হিসেবে ব্যবহার আসছে। এছাড়া ওই জায়গার পাশে একটি নির্মাণাধীন ভবনেও ছিনতাইকারীদের আস্তানা রয়েছে। বিভিন্ন জায়গায় ডাকাতি–ছিনতাই করে লুট করা সামগ্রী এবং তাদের ব্যবহৃত সরঞ্জাম তারা সেখানে রাখত।

 

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ বলেন, তারা এখানে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। মূলত তারা ছিনতাই–চুরি করে। পাশাপাশি এখানে টাকা ভাগ–বাটোয়ারা করছিল। আমাদের টিম এখানে এসে তিনজনকে আটক করে। বাকিরা আমাদের দুজন পুলিশ সদস্যকে গুরুতর আহত করে পালিয়ে যায়। সেখান থেকে নগদ টাকাসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি জানান, আটক তারেক ও জুয়েলের মধ্যে টাকার ভাগ–বাটোয়ারা নিয়ে মারামারি হয়েছে। তারা একে অপরকে ছুরি দিয়ে আঘাত করেছে। এর ফলে তারেক মাথায় আঘাত পেয়েছে।