রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে, ঢাকার বারিধারা ডিওএইচএসে অবস্থিত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনের সামনে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি কিছু সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তবে ক্যামেরার সামনে কিছু বলেননি।
ঘটনার শুরু হয় স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলনের পরপরই, যখন রাত ৩টার কিছু সময় পর হাসনাত আব্দুল্লাহ এক গাড়িতে করে সেখানে পৌঁছান। তাঁকে উপদেষ্টার বাসভবনের ফটকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তবে তিনি বাসার ভেতরে প্রবেশ করেননি।
সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থল ত্যাগ করেন।
এর আগে, রাত ৩টা ৫ মিনিটে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দেশে ঘটে যাওয়া ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধ বৃদ্ধির পেছনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের দায়ী করেছেন।