ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক আঃ ছালাম খান বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশের মানুষের রক্ত ও ঘামে অর্জিত একটি গৌরবময় অধ্যায়। মাতৃভাষা আল্লাহর দেওয়া এক মহান নেয়ামত। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াহ বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এস এম শফিউল আলম তালুকদার, পরিচালক তৌহিদুল আনোয়ার, বজলুর রশিদ এবং পেশ ইমাম মুহিব্বুল্লাহ হিল বাকী।