চট্টগ্রাম ওয়াসার প্রধান পানি সরবরাহ লাইনের একটি গুরুত্বপূর্ণ পাইপ ফেটে গেছে, ফলে নগরীর বিভিন্ন এলাকায় পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে নগরীর বাকলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আজ বুধবার ( ১৯ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, পাইপ মেরামতে চলছে কাজ। তবে কবে ঠিক হবে তার কোন ধারণা দিতে পারেনি কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই পাইপ থেকে প্রচণ্ড গতিতে পানি বের হতে শুরু করে, যা আশপাশের রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি করে। ওয়াসার প্রকৌশলীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন।
চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, “জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করতে গিয়ে পাইপটি ফেটে গেছে। দ্রুত মেরামত কাজ চলছে, পানি সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।”
এদিকে, পাইপ ফেটে যাওয়ায় নগরীর হালিশহর, বাকলিয়া, চকবাজার ও পাঁচলাইশসহ বেশ কয়েকটি এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ভুক্তভোগী এক বাসিন্দা অভিযোগ করে বলেন, “সকাল থেকে পানির সংকটে আছি। খাবার ও নিত্যপ্রয়োজনীয় কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওয়াসার উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন মেরামত শেষ না হওয়া পর্যন্ত নগরবাসীকে বিকল্প উপায়ে পানি সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। তবে পানি সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।