স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ।
তিনি দাবি করেছেন, নির্বাচনে প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসারদের কোনো প্রভাব বা ভূমিকা থাকবে না, ফলে কোনো পক্ষই কোনো ধরনের সুবিধা পাবে না।
সোমবার বিকালে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, রাজনীতিবিদরা সাধারণত শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করেন না এবং শুধুমাত্র নির্বাচনের সময় তাদের পেছনে ঘোরেন। তিনি উল্লেখ করেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটলেও শিক্ষার মান এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন মিঞা এবং জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ অন্যান্য অতিথিরা।