ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপালো কিশোর গ্যাংয়ের সদস্যরা

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে প্রকাশ্যে রাস্তায় স্বামী-স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ দুইজন সন্দেহভাজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই যুবক রামদা দিয়ে স্বামী-স্ত্রীকে আঘাত করছে। এ সময় নারীটি জীবন বাঁচাতে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা যায়। ঘটনায় উত্তরের বাসিন্দারা আতঙ্কিত।

স্থানীয়রা জানায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা উত্তরা সেক্টরের ভেতরে উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতিতে চলাচল করছিল। এ সময় তাদের মোটরসাইকেলে একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলে ভুক্তভোগী দম্পতি এ ঘটনার প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে রামদা দিয়ে ওই দম্পতিকে কোপাতে থাকে। পরে স্থানীয়রা দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানায়, সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি রাস্তায় ভুক্তভোগী দম্পতি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। একই সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য অন্য একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় হর্ন বাজানো নিয়ে কথা কাটাকাটি হয় এবং একটি মোটরসাইকেল রিকশায় ধাক্কা লাগে। পরে কিশোর গ্যাংয়ের সদস্যরা ভুক্তভোগী দম্পতিকে মারধর করে। এরপর গ্রুপের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে এসে দা দিয়ে দম্পতিকে কোপায়। স্থানীয় জনতা এগিয়ে এলে তারা পালানোর চেষ্টা করে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসাধীন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপালো কিশোর গ্যাংয়ের সদস্যরা

প্রকাশিত: ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে প্রকাশ্যে রাস্তায় স্বামী-স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ দুইজন সন্দেহভাজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই যুবক রামদা দিয়ে স্বামী-স্ত্রীকে আঘাত করছে। এ সময় নারীটি জীবন বাঁচাতে হাত জোড় করে সন্ত্রাসীদের কাছে মাফ চাইতে দেখা যায়। ঘটনায় উত্তরের বাসিন্দারা আতঙ্কিত।

স্থানীয়রা জানায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা উত্তরা সেক্টরের ভেতরে উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতিতে চলাচল করছিল। এ সময় তাদের মোটরসাইকেলে একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলে ভুক্তভোগী দম্পতি এ ঘটনার প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে রামদা দিয়ে ওই দম্পতিকে কোপাতে থাকে। পরে স্থানীয়রা দুই সদস্যকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ জানায়, সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি রাস্তায় ভুক্তভোগী দম্পতি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। একই সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য অন্য একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় হর্ন বাজানো নিয়ে কথা কাটাকাটি হয় এবং একটি মোটরসাইকেল রিকশায় ধাক্কা লাগে। পরে কিশোর গ্যাংয়ের সদস্যরা ভুক্তভোগী দম্পতিকে মারধর করে। এরপর গ্রুপের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে এসে দা দিয়ে দম্পতিকে কোপায়। স্থানীয় জনতা এগিয়ে এলে তারা পালানোর চেষ্টা করে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীরা হাসপাতালে চিকিৎসাধীন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।