ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে চার জেলায় এসপি প্রত্যাহার

কক্সবাজার, যশোর, নীলফামারী ও সুনামগঞ্জের পুলিশ সুপারদের (এসপি) দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার পৃথক চিঠিতে তাদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় এবং আগামী মঙ্গলবারের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। এই চারজন পুলিশ সুপারের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

প্রত্যাহার করা চারজন এসপি হলেনঃ
– কক্সবাজারের মুহাম্মদ রহমত উল্লাহ
– যশোরের মো. জিয়াউদ্দিন আহম্মেদ
– নীলফামারীর মোহাম্মদ মোর্শেদ আলম
– সুনামগঞ্জের আ ফ ম আনোয়ার হোসেন খান

এর মধ্যে কক্সবাজারের এসপি মুহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সুনামগঞ্জের এসপি আ ফ ম আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। যশোর ও নীলফামারীর এসপিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানা যায়নি। তবে পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এক দিনের মধ্যে তাদের প্রত্যাহার করে সদর দপ্তরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা স্বাভাবিক বদলি নয়। নৈতিক স্খলন ও দুর্নীতির কারণেই তাদের প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত চিঠিগুলোতে উল্লেখ করা হয়েছে, “পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টের নির্দেশ।” এছাড়াও চিঠিতে বলা হয়েছে, “পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আপনি আগামী ১৮ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করবেন। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই স্মারক জারি করা হলো।”

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) ইনামুল হক জানিয়েছেন, চারজন এসপিকে দায়িত্বভার হস্তান্তর করে আগামীকালই (মঙ্গলবার) পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে চার জেলায় এসপি প্রত্যাহার

প্রকাশিত: ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

কক্সবাজার, যশোর, নীলফামারী ও সুনামগঞ্জের পুলিশ সুপারদের (এসপি) দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার পৃথক চিঠিতে তাদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয় এবং আগামী মঙ্গলবারের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। এই চারজন পুলিশ সুপারের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

প্রত্যাহার করা চারজন এসপি হলেনঃ
– কক্সবাজারের মুহাম্মদ রহমত উল্লাহ
– যশোরের মো. জিয়াউদ্দিন আহম্মেদ
– নীলফামারীর মোহাম্মদ মোর্শেদ আলম
– সুনামগঞ্জের আ ফ ম আনোয়ার হোসেন খান

এর মধ্যে কক্সবাজারের এসপি মুহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সুনামগঞ্জের এসপি আ ফ ম আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। যশোর ও নীলফামারীর এসপিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানা যায়নি। তবে পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এক দিনের মধ্যে তাদের প্রত্যাহার করে সদর দপ্তরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা স্বাভাবিক বদলি নয়। নৈতিক স্খলন ও দুর্নীতির কারণেই তাদের প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত চিঠিগুলোতে উল্লেখ করা হয়েছে, “পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্টের নির্দেশ।” এছাড়াও চিঠিতে বলা হয়েছে, “পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে আপনি আগামী ১৮ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় রিপোর্ট করবেন। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই স্মারক জারি করা হলো।”

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) ইনামুল হক জানিয়েছেন, চারজন এসপিকে দায়িত্বভার হস্তান্তর করে আগামীকালই (মঙ্গলবার) পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।