ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনা হবে: প্রেস সচিব কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে ধর্মীয় বিশ্বাসের প্রতি অসম্মান দেখানো হয়েছে: নারী অধিকার আন্দোলন সংবাদপত্র প্রকাশে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে দেশের ৬ বিভাগে টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ল ১০ হাজার টাকার বেশি নোয়াখালীতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষককে অব্যাহতি

জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনার রাজনীতির পতন

জাতিসংঘ সম্প্রতি বাংলাদেশে জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান এবং এর পরবর্তী সহিংসতায় শেখ হাসিনার সরকারের নৃশংসতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, ছাত্র ও সাধারণ জনগণের ওপর আওয়ামী লীগ সরকারের এবং শেখ হাসিনার শাসনকালের নিরাপত্তা বাহিনীর অত্যাচারের চিত্র উঠে এসেছে। এই প্রতিবেদনের ফলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারের পতন ঘটেছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

 

শফিকুল আলম তার ফেসবুক স্ট্যাটাসে জানান, আগস্ট মাসের শেষের দিকে ড. ইউনূস সিদ্ধান্ত নেন যে জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে নিরপেক্ষভাবে জুলাই ও আগস্টের সহিংসতার তদন্ত করতে আমন্ত্রণ জানানো হবে। এই সিদ্ধান্তের সময় অনেকেই এর প্রাসঙ্গিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে অধ্যাপক ইউনূস তার অবস্থানে অবিচল ছিলেন এবং জানতেন যে, কেবল জাতিসংঘই নিরপেক্ষ তদন্ত করতে সক্ষম।

শফিকুল আলম আরও বলেন, “এখন জাতিসংঘের এই প্রতিবেদনের পর, শেখ হাসিনার রাজনীতির পুনরুজ্জীবন নিয়ে যে কোনো আশা বিলুপ্ত হয়ে গেছে। তাঁর শাসনের প্রতি আন্তর্জাতিক মহলের হতাশা ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে, আওয়ামী লীগকে এখন তার নেতৃত্বে কোনো ভবিষ্যৎ দেখতে হলে শেখ হাসিনার পরিবারকে প্রত্যাখ্যান করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চেয়ে নতুন পথ বেছে নিতে হবে।”

শফিকুল আলম এরশাদ এবং শেখ হাসিনার শাসনামলের পার্থক্য তুলে ধরে বলেন, “এরশাদের শাসনামলে আন্তর্জাতিক মহল কোনো বড় মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পায়নি, তবে হাসিনার শাসনকালে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো তার শাসনামলের অত্যাচারের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।”

পরিশেষে শফিকুল আলম বলেন, “আপা, সব শেষ!”

জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি

জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনার রাজনীতির পতন

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

জাতিসংঘ সম্প্রতি বাংলাদেশে জুলাই মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান এবং এর পরবর্তী সহিংসতায় শেখ হাসিনার সরকারের নৃশংসতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, ছাত্র ও সাধারণ জনগণের ওপর আওয়ামী লীগ সরকারের এবং শেখ হাসিনার শাসনকালের নিরাপত্তা বাহিনীর অত্যাচারের চিত্র উঠে এসেছে। এই প্রতিবেদনের ফলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারের পতন ঘটেছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

 

শফিকুল আলম তার ফেসবুক স্ট্যাটাসে জানান, আগস্ট মাসের শেষের দিকে ড. ইউনূস সিদ্ধান্ত নেন যে জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে নিরপেক্ষভাবে জুলাই ও আগস্টের সহিংসতার তদন্ত করতে আমন্ত্রণ জানানো হবে। এই সিদ্ধান্তের সময় অনেকেই এর প্রাসঙ্গিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে অধ্যাপক ইউনূস তার অবস্থানে অবিচল ছিলেন এবং জানতেন যে, কেবল জাতিসংঘই নিরপেক্ষ তদন্ত করতে সক্ষম।

শফিকুল আলম আরও বলেন, “এখন জাতিসংঘের এই প্রতিবেদনের পর, শেখ হাসিনার রাজনীতির পুনরুজ্জীবন নিয়ে যে কোনো আশা বিলুপ্ত হয়ে গেছে। তাঁর শাসনের প্রতি আন্তর্জাতিক মহলের হতাশা ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে, আওয়ামী লীগকে এখন তার নেতৃত্বে কোনো ভবিষ্যৎ দেখতে হলে শেখ হাসিনার পরিবারকে প্রত্যাখ্যান করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চেয়ে নতুন পথ বেছে নিতে হবে।”

শফিকুল আলম এরশাদ এবং শেখ হাসিনার শাসনামলের পার্থক্য তুলে ধরে বলেন, “এরশাদের শাসনামলে আন্তর্জাতিক মহল কোনো বড় মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পায়নি, তবে হাসিনার শাসনকালে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো তার শাসনামলের অত্যাচারের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।”

পরিশেষে শফিকুল আলম বলেন, “আপা, সব শেষ!”