রাজশাহী রেলস্টেশনে এক সেনাসদস্যকে ট্রেন ও প্ল্যাটফর্মে মারধরের ঘটনায় রেলওয়ের তিন কর্মীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর একটি দল তাদের আটক করে এবং রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন ঢাকা-রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের গার্ড আতিকুর রহমান, অ্যাটেনডেন্ট মনছেহার আলী ও মো. মনির। বর্তমান তথ্য অনুযায়ী, তাদের রেলওয়ে থানায় রাখা হয়েছে এবং সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করছে।
সূত্রে জানা গেছে, একজন সেনাসদস্য গতকাল রাতের ট্রেনে ঢাকা থেকে রাজশাহী আসছিলেন। তিনি আসন না পেয়ে স্ট্যান্ডিং টিকিটে আসছিলেন এবং অসুস্থ হওয়ায় রেলকর্মীদের কাছে বসার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু রেলকর্মীরা তাঁকে বসানোর ব্যবস্থা করেনি, অথচ বিনা টিকিটধারীদের জন্য তা করা হচ্ছিল। তিনি প্রতিবাদ জানালে রেলকর্মীরা তাকে ধাক্কা দেন।
ট্রেনের মধ্যে বিষয়টি মীমাংসিত হলেও রাজশাহী পৌঁছানোর পর প্ল্যাটফর্মে নেমে ওই সেনাসদস্যকে মারধর করা হয়। পরে সেনাবাহিনী সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং রেলওয়ের ওই কর্মীদের আটক করে।
রাজশাহী রেলস্টেশনের মাস্টার ময়েন উদ্দিন জানিয়েছেন, সকালে বনলতা এক্সপ্রেস ট্রেনের ডিউটি শেষে রেলকর্মীরা স্টেশনে আসলে সেনাবাহিনী তাদের আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান হতে প্রাপ্ত তথ্য মতে, আটক তিন কর্মীকে থানায় রাখা হয়েছে এবং সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে, তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।