ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

সেনাসদস্যকে মারধর করার ঘটনায় রেলওয়ের গার্ডসহ তিনজন আটক

রাজশাহী রেলস্টেশনে এক সেনাসদস্যকে ট্রেন ও প্ল্যাটফর্মে মারধরের ঘটনায় রেলওয়ের তিন কর্মীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর একটি দল তাদের আটক করে এবং রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন ঢাকা-রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের গার্ড আতিকুর রহমান, অ্যাটেনডেন্ট মনছেহার আলী ও মো. মনির। বর্তমান তথ্য অনুযায়ী, তাদের রেলওয়ে থানায় রাখা হয়েছে এবং সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করছে।

সূত্রে জানা গেছে, একজন সেনাসদস্য গতকাল রাতের ট্রেনে ঢাকা থেকে রাজশাহী আসছিলেন। তিনি আসন না পেয়ে স্ট্যান্ডিং টিকিটে আসছিলেন এবং অসুস্থ হওয়ায় রেলকর্মীদের কাছে বসার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু রেলকর্মীরা তাঁকে বসানোর ব্যবস্থা করেনি, অথচ বিনা টিকিটধারীদের জন্য তা করা হচ্ছিল। তিনি প্রতিবাদ জানালে রেলকর্মীরা তাকে ধাক্কা দেন।

ট্রেনের মধ্যে বিষয়টি মীমাংসিত হলেও রাজশাহী পৌঁছানোর পর প্ল্যাটফর্মে নেমে ওই সেনাসদস্যকে মারধর করা হয়। পরে সেনাবাহিনী সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং রেলওয়ের ওই কর্মীদের আটক করে।

রাজশাহী রেলস্টেশনের মাস্টার ময়েন উদ্দিন জানিয়েছেন, সকালে বনলতা এক্সপ্রেস ট্রেনের ডিউটি শেষে রেলকর্মীরা স্টেশনে আসলে সেনাবাহিনী তাদের আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান হতে প্রাপ্ত তথ্য মতে, আটক তিন কর্মীকে থানায় রাখা হয়েছে এবং সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে, তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

সেনাসদস্যকে মারধর করার ঘটনায় রেলওয়ের গার্ডসহ তিনজন আটক

প্রকাশিত: ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

রাজশাহী রেলস্টেশনে এক সেনাসদস্যকে ট্রেন ও প্ল্যাটফর্মে মারধরের ঘটনায় রেলওয়ের তিন কর্মীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর একটি দল তাদের আটক করে এবং রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন ঢাকা-রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের গার্ড আতিকুর রহমান, অ্যাটেনডেন্ট মনছেহার আলী ও মো. মনির। বর্তমান তথ্য অনুযায়ী, তাদের রেলওয়ে থানায় রাখা হয়েছে এবং সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করছে।

সূত্রে জানা গেছে, একজন সেনাসদস্য গতকাল রাতের ট্রেনে ঢাকা থেকে রাজশাহী আসছিলেন। তিনি আসন না পেয়ে স্ট্যান্ডিং টিকিটে আসছিলেন এবং অসুস্থ হওয়ায় রেলকর্মীদের কাছে বসার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু রেলকর্মীরা তাঁকে বসানোর ব্যবস্থা করেনি, অথচ বিনা টিকিটধারীদের জন্য তা করা হচ্ছিল। তিনি প্রতিবাদ জানালে রেলকর্মীরা তাকে ধাক্কা দেন।

ট্রেনের মধ্যে বিষয়টি মীমাংসিত হলেও রাজশাহী পৌঁছানোর পর প্ল্যাটফর্মে নেমে ওই সেনাসদস্যকে মারধর করা হয়। পরে সেনাবাহিনী সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং রেলওয়ের ওই কর্মীদের আটক করে।

রাজশাহী রেলস্টেশনের মাস্টার ময়েন উদ্দিন জানিয়েছেন, সকালে বনলতা এক্সপ্রেস ট্রেনের ডিউটি শেষে রেলকর্মীরা স্টেশনে আসলে সেনাবাহিনী তাদের আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান হতে প্রাপ্ত তথ্য মতে, আটক তিন কর্মীকে থানায় রাখা হয়েছে এবং সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে, তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।