ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনা হবে: প্রেস সচিব কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে ধর্মীয় বিশ্বাসের প্রতি অসম্মান দেখানো হয়েছে: নারী অধিকার আন্দোলন সংবাদপত্র প্রকাশে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে দেশের ৬ বিভাগে টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ল ১০ হাজার টাকার বেশি নোয়াখালীতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষককে অব্যাহতি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

গাজীপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় আহত আবুল কাশেমের মৃত্যুকে কেন্দ্র করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহত আবুল কাশেমের জানাজা ওইদিন রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পর আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করা হবে।

এছাড়া, সংগঠনটি জানিয়েছে, দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রামে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিলের কর্মসূচিও পালন করা হবে। স্থানীয়ভাবে নির্ধারিত সময়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন। বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, #Ban_Awami_League।

এর আগে, আরেকটি পোস্টে তিনি বলেন, “আয়নাঘর, হাসিনার হত্যা, আমার ভাই শহীদ কাশেমের মৃত্যুতে প্রতিবিপ্লব শুরু হয়েছে। যথেষ্ট হয়েছে, আর পেছনে ফেরার সুযোগ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”

উল্লেখ্য, গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন ২০ বছর বয়সী আবুল কাশেম। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বুধবার বিকেল ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

আবুল কাশেমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং দলটিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে।

জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

গাজীপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় আহত আবুল কাশেমের মৃত্যুকে কেন্দ্র করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহত আবুল কাশেমের জানাজা ওইদিন রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। জানাজার পর আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল বের করা হবে।

এছাড়া, সংগঠনটি জানিয়েছে, দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রামে শহীদ আবুল কাশেমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে খাটিয়া মিছিলের কর্মসূচিও পালন করা হবে। স্থানীয়ভাবে নির্ধারিত সময়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন। বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছেন, #Ban_Awami_League।

এর আগে, আরেকটি পোস্টে তিনি বলেন, “আয়নাঘর, হাসিনার হত্যা, আমার ভাই শহীদ কাশেমের মৃত্যুতে প্রতিবিপ্লব শুরু হয়েছে। যথেষ্ট হয়েছে, আর পেছনে ফেরার সুযোগ নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”

উল্লেখ্য, গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন ২০ বছর বয়সী আবুল কাশেম। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বুধবার বিকেল ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

আবুল কাশেমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং দলটিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে।