তিন দশক পর ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচনের ফল পেয়ে দলকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিজয়কে উন্নয়ন ও সুশাসনের বিজয় হিসেবে আখ্যায়িত করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে তিনি বলেন, ‘অভিনন্দন আমার সব ভাই-বোনদের, যারা বিজেপিকে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন। সবার প্রতি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা।’
ভোটগণনায় দেখা যায়, দিল্লির বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৮ আসনে এগিয়ে আছে বিজেপি। দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য যেকোনো রাজনৈতিক দলের বা জোটের ৩৬ আসনের প্রয়োজন। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) জয় পেয়েছে ২২টি আসনে। দেশটির বিরোধী দল কংগ্রেস এ নির্বাচনে কোন আসনেই জয় লাভ করেনি।
আম আদমি পার্টি (এএপি) ২০১৩ সালে ২৮টি আসন জিতে প্রথমবার দিল্লির ক্ষমতায় বসে। ২০১৫ সালের নির্বাচনে ৬৭টি আসন জিতে রেকর্ড গড়ে দলটি। ২০২০ সালের নির্বাচনেও ৬২টি আসন জিতে দারুণভাবে বিজয়ী হয়। অন্যদিকে, বিজেপি ২০১৫ সালে মাত্র ৩টি আসন এবং ২০২০ সালে ৮টি আসন পেয়েছিল।
পরাজয় মেনে নিয়ে এএপি প্রধান বলেন, ‘আজ দিল্লি নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। আমরা জনগণের রায় মেনে নিচ্ছি। জনগণের সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। আশা করছি, তারা জনগণের আশা-প্রত্যাশা অনুযায়ী কাজ করবে।’