ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ঘটনা। এই অভ্যুত্থানের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রচারের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বাংলা একাডেমি ভবনের কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে প্রকাশনা সংস্থা ‘আদর্শ’-এর আয়োজনে আহম্মদ ফয়েজ রচিত ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থটি ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের একটি প্রামাণ্য দলিল। অভ্যুত্থানে সংবাদপত্রের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তবে দুঃখজনকভাবে কিছু সংবাদমাধ্যম অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে।”

তিনি আরও বলেন, “এই বইয়ের মাধ্যমে গণমাধ্যমের ভূমিকা মূল্যায়ন করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।”

প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানকে বিভিন্ন মাধ্যমে তুলে ধরা হয়েছে—কেউ ছবির মাধ্যমে, কেউ গ্রাফিতি ও ভিডিওর মাধ্যমে। জাতীয় দৈনিকগুলোও অভ্যুত্থানকে গুরুত্বসহকারে প্রচার করেছে। ২৫টি জাতীয় দৈনিক থেকে সংকলিত এই গ্রন্থের মাধ্যমে মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকাশনা সংস্থা ‘আদর্শ’-এর প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাবুব রাহমান, গ্রন্থের লেখক আহম্মদ ফয়েজ এবং কবি ও সাংবাদিক সালাউদ্দিন শুভ।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগ

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ঘটনা। এই অভ্যুত্থানের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রচারের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বাংলা একাডেমি ভবনের কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে প্রকাশনা সংস্থা ‘আদর্শ’-এর আয়োজনে আহম্মদ ফয়েজ রচিত ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থটি ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের একটি প্রামাণ্য দলিল। অভ্যুত্থানে সংবাদপত্রের ভূমিকা ছিল অবিস্মরণীয়। তবে দুঃখজনকভাবে কিছু সংবাদমাধ্যম অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে।”

তিনি আরও বলেন, “এই বইয়ের মাধ্যমে গণমাধ্যমের ভূমিকা মূল্যায়ন করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।”

প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানকে বিভিন্ন মাধ্যমে তুলে ধরা হয়েছে—কেউ ছবির মাধ্যমে, কেউ গ্রাফিতি ও ভিডিওর মাধ্যমে। জাতীয় দৈনিকগুলোও অভ্যুত্থানকে গুরুত্বসহকারে প্রচার করেছে। ২৫টি জাতীয় দৈনিক থেকে সংকলিত এই গ্রন্থের মাধ্যমে মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকাশনা সংস্থা ‘আদর্শ’-এর প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাবুব রাহমান, গ্রন্থের লেখক আহম্মদ ফয়েজ এবং কবি ও সাংবাদিক সালাউদ্দিন শুভ।