ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

লামায় অস্ত্রের মুখে সাত শ্রমিককে অপহরণ

বান্দরবানে লামা উপজেলার সরইয়ে অস্ত্রের মুখে ৭ শ্রমিককে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ বাবদ স্বজনদের কাছে ৮ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। গত শনিবার দিবাগত রাত দেড়টার সময় সরই ইউনিয়নের লুলাইং এলাকায় আমবাগানে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, লামার সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লেমুপালং এলাকায় খামারবাড়ি আমবাগান থেকে অস্ত্রধারীরা ৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। তাৎক্ষণিক অপহৃতদের নাম ঠিকানা জানা যায়নি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ তাদের উদ্ধারে যৌথ অভিযানে নেমেছে। ৭ শ্রমিকের মুক্তির জন্য অপহরণকারীরা তাদের স্বজনদের কাছে ৮ লাখ টাকা দাবি করেছে বলে স্থানীয়রা জানান।

সরই ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি বলেন, আমবাগান এলাকা থেকে কাঠুরিয়া ৭ জন শ্রমিককে অপহরণের কথা শুনেছি। অপহরণকারীরা কারা সেটি এখনও জানতে পারিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার জানান, লামায় দুর্গমাঞ্চল থেকে ৭ জন শ্রমিককে অপহরণের খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় তথ্য পেতে সময় লাগছে। মুক্তিপণ দাবির বিষয়টি শুনিনি।

প্রসঙ্গত, চলতি বছরের গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে মোটা অংকের মুক্তিপণ দিয়ে অপহৃতরা ছাড়া পান।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

লামায় অস্ত্রের মুখে সাত শ্রমিককে অপহরণ

প্রকাশিত: ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

বান্দরবানে লামা উপজেলার সরইয়ে অস্ত্রের মুখে ৭ শ্রমিককে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ বাবদ স্বজনদের কাছে ৮ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। গত শনিবার দিবাগত রাত দেড়টার সময় সরই ইউনিয়নের লুলাইং এলাকায় আমবাগানে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, লামার সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লেমুপালং এলাকায় খামারবাড়ি আমবাগান থেকে অস্ত্রধারীরা ৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। তাৎক্ষণিক অপহৃতদের নাম ঠিকানা জানা যায়নি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ তাদের উদ্ধারে যৌথ অভিযানে নেমেছে। ৭ শ্রমিকের মুক্তির জন্য অপহরণকারীরা তাদের স্বজনদের কাছে ৮ লাখ টাকা দাবি করেছে বলে স্থানীয়রা জানান।

সরই ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি বলেন, আমবাগান এলাকা থেকে কাঠুরিয়া ৭ জন শ্রমিককে অপহরণের কথা শুনেছি। অপহরণকারীরা কারা সেটি এখনও জানতে পারিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার জানান, লামায় দুর্গমাঞ্চল থেকে ৭ জন শ্রমিককে অপহরণের খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় তথ্য পেতে সময় লাগছে। মুক্তিপণ দাবির বিষয়টি শুনিনি।

প্রসঙ্গত, চলতি বছরের গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে ৭ জন শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে মোটা অংকের মুক্তিপণ দিয়ে অপহৃতরা ছাড়া পান।