ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

চট্টগ্রামের খুলশীতে গোয়েন্দা পরিচয়ে ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টা, আটক ১১

চট্টগ্রাম নগরীর খুলশীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বাসায় ডাকাতির অভিযোগে ১১ জনকে আটক করে পুলিশের হাতে দেয়া হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ ভবনে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ১১ তলা ভবনটিতে মোট ৫২টি ফ্ল্যাট আছে। ফ্ল্যাটের মালিকদের মধ্যে সাবেক সংসদ সদস্য, অবসরপ্রাপ্ত আমলা, ব্যবসায়ীসহ আরও কয়েকজন আছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে গোয়েন্দা সংস্থার পরিচয়ে ১২-১৩ জন লোক ওই ভবনে প্রবেশ করে। তারা তল্লাশির কথা বলে অষ্টম তলার দুটি ফ্ল্যাটে যায়। উভয় ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে।

ওই ভবনের এক বাসিন্দা সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে ১৩ জন এসেছিল। শুরুতেই সেটা সিকিউরিটি টিমের কাছ থেকে আমরা কেউ কেউ জানতে পারি। তখন আমরা অ্যালার্ট হয়ে যাই। একপর্যায়ে আমরা যখন বুঝতে পারি যে ডাকাতি হচ্ছে, তখন আমরা যার যার ফ্ল্যাট থেকে বেরিয়ে আসি। আমরা তাদের ঘেরাও করে ফেলি। দুজন পালাতে সক্ষম হলেও ১১ জনকে আমরা ধরে ফেলি।’

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ জানিয়েছেন, ভবনের বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় বাসিন্দারা ১১ জনকে পুলিশের হাতে তুলে দেন। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

চট্টগ্রামের খুলশীতে গোয়েন্দা পরিচয়ে ফ্ল্যাটে ঢুকে ডাকাতির চেষ্টা, আটক ১১

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

চট্টগ্রাম নগরীর খুলশীতে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বাসায় ডাকাতির অভিযোগে ১১ জনকে আটক করে পুলিশের হাতে দেয়া হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ ভবনে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ১১ তলা ভবনটিতে মোট ৫২টি ফ্ল্যাট আছে। ফ্ল্যাটের মালিকদের মধ্যে সাবেক সংসদ সদস্য, অবসরপ্রাপ্ত আমলা, ব্যবসায়ীসহ আরও কয়েকজন আছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে গোয়েন্দা সংস্থার পরিচয়ে ১২-১৩ জন লোক ওই ভবনে প্রবেশ করে। তারা তল্লাশির কথা বলে অষ্টম তলার দুটি ফ্ল্যাটে যায়। উভয় ফ্ল্যাটে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে।

ওই ভবনের এক বাসিন্দা সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে ১৩ জন এসেছিল। শুরুতেই সেটা সিকিউরিটি টিমের কাছ থেকে আমরা কেউ কেউ জানতে পারি। তখন আমরা অ্যালার্ট হয়ে যাই। একপর্যায়ে আমরা যখন বুঝতে পারি যে ডাকাতি হচ্ছে, তখন আমরা যার যার ফ্ল্যাট থেকে বেরিয়ে আসি। আমরা তাদের ঘেরাও করে ফেলি। দুজন পালাতে সক্ষম হলেও ১১ জনকে আমরা ধরে ফেলি।’

নগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ জানিয়েছেন, ভবনের বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় বাসিন্দারা ১১ জনকে পুলিশের হাতে তুলে দেন। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।