ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রাম বন্দরে বিশ্বমানের অপারেটর আনা হবে: বিডা চেয়ারম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠনের প্রজ্ঞাপন জারি আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা প্রধান উপদেষ্টার ঈদের আগে ১৭ ও ২৪ মে খোলা থাকবে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পদ ছাড়লেন স্নিগ্ধ, দায়িত্ব নিলেন লে. কর্নেল কামাল আকবর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ডাক এনসিপির ববি ভিসির অপসারণ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের যুগপৎ আন্দোলন চবিতে থ্যালাসেমিয়া রোগীদের প্রতিবন্ধী স্বীকৃতির দাবিতে বিআরএফ ইয়ুথ ক্লাবের মানববন্ধন নিষিদ্ধের চূড়ান্ত পর্যায়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

নরসিংদীতে ট্রেনের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, নিহত ২

নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ রেল ক্রসিং পাড়াপাড়ের সময় ট্রেনের সঙ্গে ইজিবাই সংঘর্ষ হয়েছে। এসময় ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল সড়কের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলক্রসিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার যাত্রী মন্নাফ মিয়া (৪৮)।

প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন, আমিরগঞ্জ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ের পূর্ব পাশে অনেক গাছপালা থাকায় ট্রেনটি আসতে দেখা যাচ্ছিল না। এ কারণে ট্রেনটি রেলক্রসিং এলাকায় পৌঁছানোর সময় ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পেরোনোর চেষ্টা করে। এ সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এই রেলক্রসিংটি অবৈধ এবং কোনো গেটম্যান নেই। অসাবধানতা বসত অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে যায়। এতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে বিশ্বমানের অপারেটর আনা হবে: বিডা চেয়ারম্যান

নরসিংদীতে ট্রেনের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ রেল ক্রসিং পাড়াপাড়ের সময় ট্রেনের সঙ্গে ইজিবাই সংঘর্ষ হয়েছে। এসময় ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল সড়কের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলক্রসিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার যাত্রী মন্নাফ মিয়া (৪৮)।

প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন, আমিরগঞ্জ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ের পূর্ব পাশে অনেক গাছপালা থাকায় ট্রেনটি আসতে দেখা যাচ্ছিল না। এ কারণে ট্রেনটি রেলক্রসিং এলাকায় পৌঁছানোর সময় ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পেরোনোর চেষ্টা করে। এ সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এই রেলক্রসিংটি অবৈধ এবং কোনো গেটম্যান নেই। অসাবধানতা বসত অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে যায়। এতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।