আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রাতেই বিষয়টির ফয়সালা হবে বলে এক ফেসবুক পোস্টে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি লেখেন, ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা চলছে, কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। জামিন দেওয়া হচ্ছে আসামিদের, রাষ্ট্রপতি পালিয়ে গেছেন, এসবের প্রেক্ষিতে সরকারের প্রতি অনাস্থার জায়গা তৈরি হয়েছে।
নাহিদ আরও লেখেন, ‘আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে। আমরা রাজপথ ছাড়বো না। বিচার, নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের রোডম্যাপ না এলে আন্দোলন চলবে।’
এর আগে, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহও রাত ১০টা থেকে যমুনার সামনে অবস্থানের জন্য জনগণকে আহ্বান জানান।