বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) বৃহস্পতিবার (৮ মে) এক নির্দেশনায় জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ ও ২৪ মে (শনিবার) দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসাকেন্দ্র, শাখা ও বুথ খোলা থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ মে জারি করা প্রজ্ঞাপনের আলোকে দাফতরিক কাজের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১ (২) (ঘ) ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা ইতোমধ্যে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।