ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রাম বন্দরে বিশ্বমানের অপারেটর আনা হবে: বিডা চেয়ারম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠনের প্রজ্ঞাপন জারি আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা প্রধান উপদেষ্টার ঈদের আগে ১৭ ও ২৪ মে খোলা থাকবে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পদ ছাড়লেন স্নিগ্ধ, দায়িত্ব নিলেন লে. কর্নেল কামাল আকবর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ডাক এনসিপির ববি ভিসির অপসারণ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের যুগপৎ আন্দোলন চবিতে থ্যালাসেমিয়া রোগীদের প্রতিবন্ধী স্বীকৃতির দাবিতে বিআরএফ ইয়ুথ ক্লাবের মানববন্ধন নিষিদ্ধের চূড়ান্ত পর্যায়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

চট্টগ্রাম বন্দরে বিশ্বমানের অপারেটর আনা হবে: বিডা চেয়ারম্যান

দেশের সীমিত ভূমি ও বন্দর সক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যেই চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিশ্বের শীর্ষস্থানীয় অপারেটরদের যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

 

বৃহস্পতিবার (৮ মে) সকালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে তিনি বলেন, ২০৩১ সালে বে-টার্মিনাল চালু হলে বদলে যাবে বন্দরের চেহারা এবং বাড়বে বিদেশি বিনিয়োগ।

 

কর্ণফুলী নদীর মোহনা ও বঙ্গোপসাগর উপকূলে গড়ে উঠছে একাধিক টার্মিনাল, যা চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করবে।

 

লালদিয়া কন্টেইনার টার্মিনাল পরিদর্শন শেষে আশিক চৌধুরী বলেন, বিশ্বমানের অপারেটর আসলে বন্দরের কার্যকারিতা ও বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

 

পরে কর্ণফুলী টানেল এলাকায় ফ্রি ট্রেড জোনের জমি এবং বঙ্গোপসাগরের উপকূলে বে-টার্মিনাল এলাকা ঘুরে দেখেন তিনি। জানান, প্রাথমিকভাবে এই প্রকল্পে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে এবং চারটি টার্মিনাল চালু হলে কর্মসংস্থান হবে ২৫ হাজার মানুষের, ভবিষ্যতে তা এক লাখে পৌঁছাতে পারে।

 

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানও বলেন, বে-টার্মিনাল বন্দরের চেহারা বদলে দেবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

 

পরিদর্শন শেষে দলটি চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালেও যায়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে চট্টগ্রাম একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক হাবে রূপ নেবে।

জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে বিশ্বমানের অপারেটর আনা হবে: বিডা চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দরে বিশ্বমানের অপারেটর আনা হবে: বিডা চেয়ারম্যান

প্রকাশিত: ৩ ঘন্টা আগে

দেশের সীমিত ভূমি ও বন্দর সক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যেই চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিশ্বের শীর্ষস্থানীয় অপারেটরদের যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

 

বৃহস্পতিবার (৮ মে) সকালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে তিনি বলেন, ২০৩১ সালে বে-টার্মিনাল চালু হলে বদলে যাবে বন্দরের চেহারা এবং বাড়বে বিদেশি বিনিয়োগ।

 

কর্ণফুলী নদীর মোহনা ও বঙ্গোপসাগর উপকূলে গড়ে উঠছে একাধিক টার্মিনাল, যা চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করবে।

 

লালদিয়া কন্টেইনার টার্মিনাল পরিদর্শন শেষে আশিক চৌধুরী বলেন, বিশ্বমানের অপারেটর আসলে বন্দরের কার্যকারিতা ও বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

 

পরে কর্ণফুলী টানেল এলাকায় ফ্রি ট্রেড জোনের জমি এবং বঙ্গোপসাগরের উপকূলে বে-টার্মিনাল এলাকা ঘুরে দেখেন তিনি। জানান, প্রাথমিকভাবে এই প্রকল্পে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে এবং চারটি টার্মিনাল চালু হলে কর্মসংস্থান হবে ২৫ হাজার মানুষের, ভবিষ্যতে তা এক লাখে পৌঁছাতে পারে।

 

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানও বলেন, বে-টার্মিনাল বন্দরের চেহারা বদলে দেবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

 

পরিদর্শন শেষে দলটি চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালেও যায়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে চট্টগ্রাম একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক হাবে রূপ নেবে।