ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রাম বন্দরে বিশ্বমানের অপারেটর আনা হবে: বিডা চেয়ারম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠনের প্রজ্ঞাপন জারি আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা প্রধান উপদেষ্টার ঈদের আগে ১৭ ও ২৪ মে খোলা থাকবে দেশের সব আর্থিক প্রতিষ্ঠান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পদ ছাড়লেন স্নিগ্ধ, দায়িত্ব নিলেন লে. কর্নেল কামাল আকবর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ডাক এনসিপির ববি ভিসির অপসারণ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের যুগপৎ আন্দোলন চবিতে থ্যালাসেমিয়া রোগীদের প্রতিবন্ধী স্বীকৃতির দাবিতে বিআরএফ ইয়ুথ ক্লাবের মানববন্ধন নিষিদ্ধের চূড়ান্ত পর্যায়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

রাঙামাটিতে ট্রলি উল্টে সহকারী নিহত, আহত চালক

রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নে মালবাহী ট্রলি উল্টে বিজয় চাকমা (২১) নামে চালকের এক সহকারী নিহত হয়েছেন। বুধবার (৭ মে) দিবাগত রাতে ইউনিয়নের কাঠালতলী হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

এসময় চালক সাগর গুরুতর আহত হন এবং বর্তমানে সে খাগড়াছড়ি জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

 

জানা গেছে, মালামাল বহনকারী একটি ছয় চাকার ট্রলি বগাচত্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই চালকের সহকারী বিজয় চাকমার মৃত্যু হয়। তিনি ইউনিয়নের মাহিল্যা এলাকার গৌরাঙ্গ চাকমার ছেলে।

 

স্থানীয়রা জানান, নিহত বিজয় জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ট্রলির সহকারী হিসেবে কাজ করছিলেন। দুর্ঘটনার সময় রাতে মালামাল নিয়ে আসার পথে ট্রলিটি উল্টে যায়।

 

লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন করা হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে অপমৃত্যু মামলা রুজু করে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।

জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে বিশ্বমানের অপারেটর আনা হবে: বিডা চেয়ারম্যান

রাঙামাটিতে ট্রলি উল্টে সহকারী নিহত, আহত চালক

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নে মালবাহী ট্রলি উল্টে বিজয় চাকমা (২১) নামে চালকের এক সহকারী নিহত হয়েছেন। বুধবার (৭ মে) দিবাগত রাতে ইউনিয়নের কাঠালতলী হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

এসময় চালক সাগর গুরুতর আহত হন এবং বর্তমানে সে খাগড়াছড়ি জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

 

জানা গেছে, মালামাল বহনকারী একটি ছয় চাকার ট্রলি বগাচত্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই চালকের সহকারী বিজয় চাকমার মৃত্যু হয়। তিনি ইউনিয়নের মাহিল্যা এলাকার গৌরাঙ্গ চাকমার ছেলে।

 

স্থানীয়রা জানান, নিহত বিজয় জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ট্রলির সহকারী হিসেবে কাজ করছিলেন। দুর্ঘটনার সময় রাতে মালামাল নিয়ে আসার পথে ট্রলিটি উল্টে যায়।

 

লংগদু থানার ওসি (তদন্ত) স্বরজিৎ দেব বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন করা হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে অপমৃত্যু মামলা রুজু করে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।