ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার স্থলে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত লে. কর্নেল কামাল আকবর।
তবে স্নিগ্ধ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
স্নিগ্ধ জানান, রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য নয়, বরং উচ্চশিক্ষা সম্পন্নের জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন।
২০২৩ সালের ২১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত এই ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমূলক সংস্থা হিসেবে অনুমোদন পায়।
প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সাধারণ সম্পাদক হন সারজিস আলম এবং স্নিগ্ধ দায়িত্ব নেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে।
ফাউন্ডেশনের লক্ষ্য হলো ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে সহায়তা, কর্মসংস্থান, চিকিৎসা ও মানবিক সেবা প্রদান।