বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সভায় সংস্কার নিয়ে প্রথম ধাপের আলোচনায় রাজনৈতিক দলগুলোর ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সভায় কমিশনের অগ্রগতির পর্যালোচনার পাশাপাশি তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার তাগিদ দেন।
সভায় অংশ নেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন উপদেষ্টা—ড. আসিফ নজরুল, প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ, আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, মুহাম্মদ ফাওজুল কবির খান এবং মাহফুজ আলম।