ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার

১৪ ঘণ্টা পর অনশন স্থগিত চবির ৬ শিক্ষার্থীর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পোষ্য কোটা বাতিল ও জুলাই গণ–অভ্যুত্থানে জড়িত হত্যাকারীদের বিচারের দাবিসহ ৯ দফা দাবিতে ১৪ ঘণ্টা পর অনশন কর্মসূচি স্থগিত করেছে ছয় শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে গত বুধবার রাত ২টার দিকে কর্মসূচি স্থগিত করেন তারা। এর আগে বুধবার দুপুর ১২টার দিকে দাবি আদায়ে আমরণ অনশনে বসেন তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে আগামী রোববার পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় চাইলে শিক্ষার্থীরা তাতে রাজি হন।

 

অপরদিকে পোষ্য কোটা বাতিল না করে বৃদ্ধির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা–কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে এ আহ্বান জানান তারা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, কোটায় পাস মার্ক ৩৫ থেকে ৪০ নম্বর করায় আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। মেধা ও প্রতিযোগিতার মাধ্যমে তারা ভর্তি হয়। কিন্তু ফেসবুকে তাদের নামে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করছে অনেকে। প্রশাসনকে বেকায়দায় এবং জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য ছাত্রদের একটি অংশ গভীর ষড়যন্ত্র করছে। পোষ্য কোটা এটা আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার। এটা বাতিল তো নয়, বরং আরও বৃদ্ধি করা প্রয়োজন। এ কোটা বাতিল হলে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারবে না। তারা বলেন, ওয়ার্ড কোটা এটা সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক নয়। এ কোটা সাধারণ তালিকার বাইরে সম্পূর্ণ আলাদা। ফলে সাধারণ তালিকায় যারা আসে তাদের কোনো ক্ষতি হয় না

জনপ্রিয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ

১৪ ঘণ্টা পর অনশন স্থগিত চবির ৬ শিক্ষার্থীর

প্রকাশিত: ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পোষ্য কোটা বাতিল ও জুলাই গণ–অভ্যুত্থানে জড়িত হত্যাকারীদের বিচারের দাবিসহ ৯ দফা দাবিতে ১৪ ঘণ্টা পর অনশন কর্মসূচি স্থগিত করেছে ছয় শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে গত বুধবার রাত ২টার দিকে কর্মসূচি স্থগিত করেন তারা। এর আগে বুধবার দুপুর ১২টার দিকে দাবি আদায়ে আমরণ অনশনে বসেন তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে আগামী রোববার পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় চাইলে শিক্ষার্থীরা তাতে রাজি হন।

 

অপরদিকে পোষ্য কোটা বাতিল না করে বৃদ্ধির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা–কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে এ আহ্বান জানান তারা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, কোটায় পাস মার্ক ৩৫ থেকে ৪০ নম্বর করায় আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। মেধা ও প্রতিযোগিতার মাধ্যমে তারা ভর্তি হয়। কিন্তু ফেসবুকে তাদের নামে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করছে অনেকে। প্রশাসনকে বেকায়দায় এবং জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য ছাত্রদের একটি অংশ গভীর ষড়যন্ত্র করছে। পোষ্য কোটা এটা আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার। এটা বাতিল তো নয়, বরং আরও বৃদ্ধি করা প্রয়োজন। এ কোটা বাতিল হলে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারবে না। তারা বলেন, ওয়ার্ড কোটা এটা সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক নয়। এ কোটা সাধারণ তালিকার বাইরে সম্পূর্ণ আলাদা। ফলে সাধারণ তালিকায় যারা আসে তাদের কোনো ক্ষতি হয় না