ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে অপেক্ষমাণ যানবাহনকে চাপা দিলে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে এবং হাসপাতালে নেওয়ার পরে শিশুসহ একই পরিবারের চার জনসহ ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আব্দুর রহমান।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার মাওয়ামুখী লেনে টোল দেওয়ার জন্য অপেক্ষমাণ ছিল প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন। এ সময় দ্রুতগতির কুয়াকাটাগামী বেপারী পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার ব্যারিয়ার অতিক্রম করে অপেক্ষমাণ প্রাইভেটকারকে চাপা দিয়ে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।
এতে প্রাইভেটকারের ছয় যাত্রীসহ বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলের কমপক্ষে ১৫ যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের ইকবাল হোসেনের স্ত্রী আমেনা বেগম ( ৪৫), তার দুই মেয়ে ইসরাত জাহান ইমি (২৬) ও রিহা মনি (১১), ঢাকার জুরাইন এলাকার মো. সোহাগ ও নিহত ইমির ছেলে আইয়াজ হোসেন (২) এবং ঢাকার মগবাজার এলাকার সুমনের ছেলে আব্দুল্লাহ (৭)। তাদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। চিকিৎসাধীন রয়েছে আরও ছয় জন। এসব তথ্য নিশ্চিত করেছে কোলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক সাইফুল ইসলাম বলেন, আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পাঠাই। সেখান থেকে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করি।
এ বিষয়ে মুন্সীগঞ্জ হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় এ ঘটনা ঘটে। বাসের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গিয়ে প্রাইভেটকারের যাত্রীরা গুরুতর আহত হন। এছাড়া বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেল যাত্রীরাও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
সেখান থেকে দায়িত্বরত হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আব্দুর রহমান পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান তিনি।
ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো রেকারের মাধ্যমে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলেবমি ও জানান তিনি।