ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলের এক এলাকার একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্তে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। রোববার দেশটির মুগলা অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মুগলা অঞ্চলের একটি হাসপাতালের ভবনে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়েছে অ্যাম্বুলেন্স হেলিকপ্টারটি। এতে চারজন নিহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতাল থেকে উড্ডয়ন করেছিল। এতে দু’জন পাইলট, একজন চিকিৎসক এবং আরেকজন চিকিৎসা কর্মী ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই মারা গেছেন।

মুগলার আঞ্চলিক গভর্নর ইদ্রিস আকবিয়িক সাংবাদিকদের বলেছেন, হেলিকপ্টারটি প্রথমে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত করে। পরে সেটি মাটিতে আছড়ে পড়ে। তবে এই ঘটনায় ভবনের ভেতরে কিংবা হাসপাতাল চত্বরে থাকা কেউই হতাহত হননি।

ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর ইদ্রিস আকবিয়িক।

দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, হাসপাতাল ভবনের পাশে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এ সময় ঘটনাস্থলে কয়েকটি অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী দলের সদস্যদের দেখা যায়।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

তুরস্কের দক্ষিণপশ্চিমাঞ্চলের এক এলাকার একটি হাসপাতালে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্তে অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। রোববার দেশটির মুগলা অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মুগলা অঞ্চলের একটি হাসপাতালের ভবনে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়েছে অ্যাম্বুলেন্স হেলিকপ্টারটি। এতে চারজন নিহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতাল থেকে উড্ডয়ন করেছিল। এতে দু’জন পাইলট, একজন চিকিৎসক এবং আরেকজন চিকিৎসা কর্মী ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই মারা গেছেন।

মুগলার আঞ্চলিক গভর্নর ইদ্রিস আকবিয়িক সাংবাদিকদের বলেছেন, হেলিকপ্টারটি প্রথমে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত করে। পরে সেটি মাটিতে আছড়ে পড়ে। তবে এই ঘটনায় ভবনের ভেতরে কিংবা হাসপাতাল চত্বরে থাকা কেউই হতাহত হননি।

ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা জানতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন গভর্নর ইদ্রিস আকবিয়িক।

দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, হাসপাতাল ভবনের পাশে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এ সময় ঘটনাস্থলে কয়েকটি অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী দলের সদস্যদের দেখা যায়।