টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদ পন্থীদের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও সাদ পন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল কাপাসিয়া বাস স্ট্যান্ড থেকে কাপাসিয়া থানা মোড় পর্যন্ত গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা জালাল উদ্দিন, সভাপতি, কাপাসিয়া উপজেলা ইমাম পরিষদ। মাওলানা মাহমুদুল হাসান মারুফ, সাধারণ সম্পাদক, কাপাসিয়া উপজেলা ইমাম পরিষদ। মাওলানা আফজাল হোসেন খান,সভাপতি, কাপাসিয়া উপজেলা কওমী পরিষদ। মাওলানা মো: নিজামুদ্দিন, সাধারণ সম্পাদক, কাপাসিয়া উপজেলা কওমী পরিষদ সহ সর্বস্তরের তৌহিদী জনতা।