ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

খাগড়াছড়িতে বেড়াতে এসে বাস উল্টে আহত ২০

খাগড়াছড়িতে বাস উল্টে অন্তত ২০ পর্যটক আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আলুটিলার পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে।

 

আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে থাকা কয়েকজন পর্যটক জানান, অনলাইনভিত্তিক ট্যুর গ্রুপের মাধ্যমে বুকিংয়ের মাধ্যমে তারা ঢাকা থেকে খাগড়াছড়িতে আসছিলেন। এ সময় আলুটিলা হয়ে খাগড়াছড়ি শহরের দিকে আসার পথে বাসটি একটি পাহাড়ে ধাক্কা দেয়। এ সময় বাসটি উল্টে যায়।

 

আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে করা হয়েছে। আহতদের তিনজনের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

খাগড়াছড়ির ট্রাফিক পুলিশের পরিদর্শক সমুন জাহিদ বলেন, আমার ধারণা চালক ঘুমিয়ে পড়েছিল। এতে বাসটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে অন্তত ২০ জনের মতো আহত হয়েছে। দুর্ঘটনার ১ ঘন্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, আহতদের মধ্যে কয়েকজনের পা ভেঙে গেছে। বাকিদের অবস্থা বেশি গুরুতর নয়। সড়কে গাড়ি উল্টে থাকায় সড়কের উভয় প্রান্তে দীর্ঘ লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস ইউনিট কাজ শুরু করেছে। এখন যান চলাচল স্বাভাবিক।

 

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালেরে হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী বলেন, আহতদের মধ্যে আশংকাজনক কোন রোগী নেই। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

খাগড়াছড়িতে বেড়াতে এসে বাস উল্টে আহত ২০

প্রকাশিত: ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়িতে বাস উল্টে অন্তত ২০ পর্যটক আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আলুটিলার পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে।

 

আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে থাকা কয়েকজন পর্যটক জানান, অনলাইনভিত্তিক ট্যুর গ্রুপের মাধ্যমে বুকিংয়ের মাধ্যমে তারা ঢাকা থেকে খাগড়াছড়িতে আসছিলেন। এ সময় আলুটিলা হয়ে খাগড়াছড়ি শহরের দিকে আসার পথে বাসটি একটি পাহাড়ে ধাক্কা দেয়। এ সময় বাসটি উল্টে যায়।

 

আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে করা হয়েছে। আহতদের তিনজনের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

 

খাগড়াছড়ির ট্রাফিক পুলিশের পরিদর্শক সমুন জাহিদ বলেন, আমার ধারণা চালক ঘুমিয়ে পড়েছিল। এতে বাসটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে অন্তত ২০ জনের মতো আহত হয়েছে। দুর্ঘটনার ১ ঘন্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, আহতদের মধ্যে কয়েকজনের পা ভেঙে গেছে। বাকিদের অবস্থা বেশি গুরুতর নয়। সড়কে গাড়ি উল্টে থাকায় সড়কের উভয় প্রান্তে দীর্ঘ লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস ইউনিট কাজ শুরু করেছে। এখন যান চলাচল স্বাভাবিক।

 

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালেরে হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী বলেন, আহতদের মধ্যে আশংকাজনক কোন রোগী নেই। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।