সদ্যই পতন হয়েছে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। বিদ্রোহীদের ভয়ে দেশ ছেড়ে রাশিয়ায় পুতিনের ছায়ায় আশ্রয় নিয়েছেন তিনি। এই ব্যর্থতা মেনেও নিয়েছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এবং ক্ষমতা হস্তান্তরের কথাও বলেছেন। কিন্তু মন থেকে মেনে নিতে পারেন নি তিনি।
তার দাবি, সিরিয়া এখন ‘সন্ত্রাসবাদী’দের দখলে! দেশ ছাড়ার পর রাশিয়া থেকে প্রথম বিবৃতি দিয়েছেন বাশার। এরমধ্যেই সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স তুলে ধরল বিস্ফোরক তথ্য।
মার্কিনভিত্তিক (সিরিয়া নিয়ে কাজ করা) অ্যাডভাকেসি সংস্থা সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স দাবি করেছে, রাজধানী দামেস্কের বাইরের একটি গণসমাধিতে অন্তত ১ লাখ মানুষকে সমাহিত করা হয়েছিল। এদের সবাইকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রাক্তন সরকারের আমলে একের পর এক গণহত্যা করা হয়েছিল। তবে গণসমাধিতে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই নিয়ে সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স সংস্থাটির প্রধান মুয়াজ মোস্তাফা জানান, দামেস্ক থেকে ৪০ কিলোমিটার উত্তরে আল-কুতাইফাহে অবস্থিত এই গণকবরটি পাঁচটি গণসমাধির একটি। কয়েক বছর ধরে কাজ করে তিনি এসব গণসমাধি চিহ্নিত করেছেন। একইসঙ্গে তিনি আরও জানান যে, চিহ্নিত করা পাঁচটি গণসমাধির চেয়ে আরও অনেক গণসমাধি আছে। এসব সমাধিতে শুধু সিরিয়ানরা নয় আমেরিকা, ব্রিটেন এবং অন্যান্য দেশের নাগরিকদের লাশও আছে।