ঢাকা , শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গ না করতে পল্লী বিদ্যুৎ কর্মীদের সতর্ক করলো বিআরইবি র‍্যাবের নতুন মুখপাত্র হলেন উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর স্থগিত ঢাকার সব জেব্রা ক্রসিংয়ে পর্যায়ক্রমে বসানো হবে সংকেতবাতি চট্টগ্রামে জাল হলফনামা: আইনজীবী ও কম্পিউটার অপারেটরের দুদিনের রিমান্ড আওয়ামী লীগের সঙ্গে নয়, শয়তানের সঙ্গেও আপস সম্ভব: ইকবাল হাসান মাহমুদ টুকু ৯ মাস পর উত্তোলন করে জান শরীফ মিঠুর মরদেহে ময়নাতদন্ত, সন্ধ্যায় পুনরায় দাফন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টাকারীরা বোকার স্বর্গে বাস করছে: ছাত্রশিবির সভাপতি জামায়াতের নিজস্ব কোনো এজেন্ডা নেই, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সংগ্রাম চলছে: ডা. শফিকুর রহমান আটাব সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সদস্যপদ থেকে পদত্যাগ সবুজ মুন্সীর

‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো

খুলনা রেলস্টেশনের মূল ফটকের সামনে একটি ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ লেখা প্রচার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

শনিবার রাতের এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। জানা গেছে, সন্ধ্যার পর খুলনা রেলস্টেশনের মূল ফটকে ডিজিটাল ব্যানারে হঠাৎ একটি বার্তা প্রচার হতে থাকে, যেখানে লেখা ছিল, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে।’

খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রেলস্টেশনে গিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

রেলওয়ে থানার ওসি জানান, ডিজিটাল প্যানেল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একজনকে আটক করা হয়েছে। খুলনা সদর থানা পুলিশ এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিয়েছে।

এদিকে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক মামুনুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গ না করতে পল্লী বিদ্যুৎ কর্মীদের সতর্ক করলো বিআরইবি

‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো

প্রকাশিত: ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

খুলনা রেলস্টেশনের মূল ফটকের সামনে একটি ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’ লেখা প্রচার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

শনিবার রাতের এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। জানা গেছে, সন্ধ্যার পর খুলনা রেলস্টেশনের মূল ফটকে ডিজিটাল ব্যানারে হঠাৎ একটি বার্তা প্রচার হতে থাকে, যেখানে লেখা ছিল, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে।’

খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রেলস্টেশনে গিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

রেলওয়ে থানার ওসি জানান, ডিজিটাল প্যানেল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একজনকে আটক করা হয়েছে। খুলনা সদর থানা পুলিশ এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিয়েছে।

এদিকে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক মামুনুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।