ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোহরাওয়ার্দীতে সমাবেশ

গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানে হওয়া অন্যায়ের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্য ও স্বজনরা।

 

 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ সমাবেশের আয়োজন করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’।

 

সমাবেশে অংশ নিতে দুপুরের সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন নিহতদের পরিবারের সদস্য, জাতিসংঘের প্রতিনিধি, স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে ছিল নিখোঁজ স্বজনদের ছবি ও প্ল্যাকার্ড। তাদের সঙ্গে সমাবেশে অংশ নেন জুলাইয়ের অভ্যুত্থানে চোখ বা শরীরের অন্য অংশ হারিয়েছেন এমন অনেকে।

 

সমাবেশে বক্তারা বলেন, যেসব পরিবারের সদস্যরা এখনো নিখোঁজ রয়েছেন, স্বজনরা তাদের অবস্থান নিয়ে এখনো কিছুই জানেন না। তারা স্বজনদের তথ্য জানার পাশাপাশি ন্যায়বিচারের দাবিও জানিয়েছেন।

 

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মঈন খান ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াত নেতা গোলাম পরওয়ার, মানবাধিকার কর্মী নূর খান; গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম, জাতীয় নাগরিক কমিটির নাসির উদ্দিন পাটোয়ারী ও আখতার হোসেন, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান এবং মায়ের ডাকের প্রতিষ্ঠাতা হাজেরা খাতুন।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোহরাওয়ার্দীতে সমাবেশ

প্রকাশিত: ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানে হওয়া অন্যায়ের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্য ও স্বজনরা।

 

 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ সমাবেশের আয়োজন করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’।

 

সমাবেশে অংশ নিতে দুপুরের সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন নিহতদের পরিবারের সদস্য, জাতিসংঘের প্রতিনিধি, স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে ছিল নিখোঁজ স্বজনদের ছবি ও প্ল্যাকার্ড। তাদের সঙ্গে সমাবেশে অংশ নেন জুলাইয়ের অভ্যুত্থানে চোখ বা শরীরের অন্য অংশ হারিয়েছেন এমন অনেকে।

 

সমাবেশে বক্তারা বলেন, যেসব পরিবারের সদস্যরা এখনো নিখোঁজ রয়েছেন, স্বজনরা তাদের অবস্থান নিয়ে এখনো কিছুই জানেন না। তারা স্বজনদের তথ্য জানার পাশাপাশি ন্যায়বিচারের দাবিও জানিয়েছেন।

 

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মঈন খান ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াত নেতা গোলাম পরওয়ার, মানবাধিকার কর্মী নূর খান; গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম, জাতীয় নাগরিক কমিটির নাসির উদ্দিন পাটোয়ারী ও আখতার হোসেন, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান এবং মায়ের ডাকের প্রতিষ্ঠাতা হাজেরা খাতুন।