ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

দামেস্কে ১৩ ঘণ্টার কারফিউ জারি

সিরিয়ার দীর্ঘকালীন স্বৈরশাসক বাশার আল-আসাদের সরকারের পতনের পর দেশটির রাজধানী দামেস্কে ১৩ ঘণ্টার কারফিউ জারি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম।

 

রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে সামরিক পরিচালনা কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে।

 

লাইভ ভিডিওতে দেখা গেছে, দামেস্কে বিদ্রোহীদের ব্যাপক উপস্থিতি এবং উদযাপনী গুলির শব্দ। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা জনবহুল স্থানে গুলি চালিয়ে সাধারণ মানুষকে ভীত না করেন।

 

প্রেসিডেন্ট প্রাসাদে লুটপাট ও উল্লাস

বিদ্রোহীরা দামেস্কে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রেসিডেন্সিয়াল প্রাসাদসহ বেশ কিছু বাসভবনে ঢুকে পড়েছে। রয়টার্সের এক ভিডিওতে দেখা যায়, আসাদের আল-রাওদা প্রাসাদে শিশু এবং সশস্ত্র ব্যক্তিরা প্রবেশ করেছে। তাদেরকে আসবাবপত্র নিয়ে বেরিয়ে আসার দৃশ্য দেখা গেছে। এক ব্যক্তিকে বন্দুক হাতে প্রাসাদের ভেতরে দেখা গেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত আরেক ভিডিওতে একটি আলোকোজ্জ্বল বাসভবনের করিডোরে পুরুষ ও নারীদের আনন্দে মেতে উঠতে দেখা গেছে। এক ব্যক্তি বলেন, ‘এগুলো জনগণের সম্পদ।’

আল-জোলানির বক্তব্য: ভবিষ্যৎ আমাদের

সিরিয়ার বিদ্রোহী কমান্ডার আবু মোহাম্মদ আল-জোলানি এক বিবৃতিতে জানিয়েছেন, পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই। আমরা ২০১১ সালের আরব বসন্তের সময় যে পথ শুরু করেছিলাম, তা অব্যাহত রাখব। ভবিষ্যৎ আমাদের।

 

এদিকে সিরিয়ার সিনিয়র দুই সেনা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার গন্তব্য নিয়ে ধোঁয়াশার মধ্যেই গুঞ্জন উঠেছে, আসাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

সূত্র: আল-জাজিরা

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

দামেস্কে ১৩ ঘণ্টার কারফিউ জারি

প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

সিরিয়ার দীর্ঘকালীন স্বৈরশাসক বাশার আল-আসাদের সরকারের পতনের পর দেশটির রাজধানী দামেস্কে ১৩ ঘণ্টার কারফিউ জারি করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম।

 

রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে সামরিক পরিচালনা কমান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে।

 

লাইভ ভিডিওতে দেখা গেছে, দামেস্কে বিদ্রোহীদের ব্যাপক উপস্থিতি এবং উদযাপনী গুলির শব্দ। তবে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা জনবহুল স্থানে গুলি চালিয়ে সাধারণ মানুষকে ভীত না করেন।

 

প্রেসিডেন্ট প্রাসাদে লুটপাট ও উল্লাস

বিদ্রোহীরা দামেস্কে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রেসিডেন্সিয়াল প্রাসাদসহ বেশ কিছু বাসভবনে ঢুকে পড়েছে। রয়টার্সের এক ভিডিওতে দেখা যায়, আসাদের আল-রাওদা প্রাসাদে শিশু এবং সশস্ত্র ব্যক্তিরা প্রবেশ করেছে। তাদেরকে আসবাবপত্র নিয়ে বেরিয়ে আসার দৃশ্য দেখা গেছে। এক ব্যক্তিকে বন্দুক হাতে প্রাসাদের ভেতরে দেখা গেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত আরেক ভিডিওতে একটি আলোকোজ্জ্বল বাসভবনের করিডোরে পুরুষ ও নারীদের আনন্দে মেতে উঠতে দেখা গেছে। এক ব্যক্তি বলেন, ‘এগুলো জনগণের সম্পদ।’

আল-জোলানির বক্তব্য: ভবিষ্যৎ আমাদের

সিরিয়ার বিদ্রোহী কমান্ডার আবু মোহাম্মদ আল-জোলানি এক বিবৃতিতে জানিয়েছেন, পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই। আমরা ২০১১ সালের আরব বসন্তের সময় যে পথ শুরু করেছিলাম, তা অব্যাহত রাখব। ভবিষ্যৎ আমাদের।

 

এদিকে সিরিয়ার সিনিয়র দুই সেনা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার গন্তব্য নিয়ে ধোঁয়াশার মধ্যেই গুঞ্জন উঠেছে, আসাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

সূত্র: আল-জাজিরা