ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

চট্টগ্রামে পুলিশকে গুলি ছুড়ে পালালেন সন্ত্রাসী ছোট সাজ্জাদ

চট্টগ্রামে অভিযান চলাকালে পুলিশকে গুলি ছুড়ে পালিয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদ। তাঁর চালানো গুলিতে দুই পুলিশসহ আহত হয়েছেন চারজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে নগরীর অক্সিজেন মোড়ের জালালাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

 

নগর পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার মো. রইছ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসী সাজ্জাদকে অনেকদিন ধরেই খুঁজছে পুলিশ। তাঁর অবস্থান শনাক্ত করে গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযানে যায় পুলিশ সদস্যরা।

 

পুলিশের উপস্থিতি টের পেয়েই সাজ্জাদ গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে পাশের একটি ভবনের ছাদে লাফ দিয়ে পালিয়ে যান তিনি। এসময় গুলিবিদ্ধ হন চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক ফাইয়াছ হাসমিনুর রোবেল ও রাজু আহমেদ।

 

রইছ উদ্দিন আরও জানান, সাজ্জাদের ছোড়া গুলিতে কাজল কান্তি দে ও মো. জাবেদ নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। আহতদের পুলিশ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে সাজ্জাদের স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর বিকেলে নগরের চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরনী সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমেই স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। এ ছাড়া গত ২৯ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন–কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামে দুজনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড বলে তথ্য পেয়েছে পুলিশ।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

চট্টগ্রামে পুলিশকে গুলি ছুড়ে পালালেন সন্ত্রাসী ছোট সাজ্জাদ

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে অভিযান চলাকালে পুলিশকে গুলি ছুড়ে পালিয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদ। তাঁর চালানো গুলিতে দুই পুলিশসহ আহত হয়েছেন চারজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে নগরীর অক্সিজেন মোড়ের জালালাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

 

নগর পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার মো. রইছ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসী সাজ্জাদকে অনেকদিন ধরেই খুঁজছে পুলিশ। তাঁর অবস্থান শনাক্ত করে গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযানে যায় পুলিশ সদস্যরা।

 

পুলিশের উপস্থিতি টের পেয়েই সাজ্জাদ গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে পাশের একটি ভবনের ছাদে লাফ দিয়ে পালিয়ে যান তিনি। এসময় গুলিবিদ্ধ হন চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক ফাইয়াছ হাসমিনুর রোবেল ও রাজু আহমেদ।

 

রইছ উদ্দিন আরও জানান, সাজ্জাদের ছোড়া গুলিতে কাজল কান্তি দে ও মো. জাবেদ নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। আহতদের পুলিশ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে সাজ্জাদের স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর বিকেলে নগরের চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরনী সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমেই স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। এ ছাড়া গত ২৯ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন–কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামে দুজনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড বলে তথ্য পেয়েছে পুলিশ।