ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার

বঙ্গোপসাগরে লঘুচাপের আশংকা, বাড়তে পারে শীত

দেশের প্রায় সবজায়গাতেই শীতের আগমন দেখা যাচ্ছে। ঢাকার বাইরে রাতে নামছে কুয়াশা। ভোরে গাছের পাতা-ঘাস-ফুল-ফসলে জমছে শিশির, ভিজে ভিজে ভাব সকালের রাস্তা-ঘাটে। সারা দেশে নামতে শুরু করেছে শীত। ঢাকার প্রান্তগুলোতেও টের পাওয়া যাচ্ছে শীতের বাতাস। প্রকৃতিতে এখন অগ্রহায়ণ, হেমন্তের শেষবেলায় পাকছে মাঠের ধান-আর এদিকে এগিয়ে আসছে শীতকাল।

দেশের দক্ষিণে বঙ্গোপসাগর আজ শনিবার দেখা দিতে পারে আরেক লঘুচাপ। এই লঘুচাপ থেকে ঝড় হবে কি না তা বলা যাচ্ছে না , তবে এরপরেই যে শীত জেঁকে বসতে পারে তার আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। অবশ্য আগামী তিন দিনে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই সারা দেশে।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল শুক্রবার প্রকাশিত ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজ শনিবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। আর রাতের তাপমাত্রা কমে যাওয়া মানেই শীত জেঁকে বসা।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া শনিবারের (আজ) মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ অবস্থায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এই সময়ে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আর আগামীকাল রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া পরদিন সোমবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ দিকে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জনপ্রিয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ

বঙ্গোপসাগরে লঘুচাপের আশংকা, বাড়তে পারে শীত

প্রকাশিত: ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

দেশের প্রায় সবজায়গাতেই শীতের আগমন দেখা যাচ্ছে। ঢাকার বাইরে রাতে নামছে কুয়াশা। ভোরে গাছের পাতা-ঘাস-ফুল-ফসলে জমছে শিশির, ভিজে ভিজে ভাব সকালের রাস্তা-ঘাটে। সারা দেশে নামতে শুরু করেছে শীত। ঢাকার প্রান্তগুলোতেও টের পাওয়া যাচ্ছে শীতের বাতাস। প্রকৃতিতে এখন অগ্রহায়ণ, হেমন্তের শেষবেলায় পাকছে মাঠের ধান-আর এদিকে এগিয়ে আসছে শীতকাল।

দেশের দক্ষিণে বঙ্গোপসাগর আজ শনিবার দেখা দিতে পারে আরেক লঘুচাপ। এই লঘুচাপ থেকে ঝড় হবে কি না তা বলা যাচ্ছে না , তবে এরপরেই যে শীত জেঁকে বসতে পারে তার আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। অবশ্য আগামী তিন দিনে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই সারা দেশে।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল শুক্রবার প্রকাশিত ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজ শনিবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। আর রাতের তাপমাত্রা কমে যাওয়া মানেই শীত জেঁকে বসা।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া শনিবারের (আজ) মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এ অবস্থায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এই সময়ে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আর আগামীকাল রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া পরদিন সোমবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ দিকে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।