“কেমন পুলিশ চাই?”— এই প্রশ্নেরই জবাব খুঁজছে পুলিশ সংস্কার কমিশন। বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের নেতিবাচক ভূমিকার কারণে প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীটি।তাই পুলিশ বাহিনীকে নতুন করে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য নেওয়া হচ্ছে নানা ধরণের উদ্যোগ। কেমন পুলিশ চাই জরিপও তারই একটি অংশ।
এ বিষয়ে জানার জন্য জনমত জরিপ বিজ্ঞপ্তি জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিশন। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এই বিজ্ঞপ্তি জারি করা হয়।
পুলিশ সংস্কার কমিশনের সদস্যসচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, “সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিককালে দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছুসংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার প্রেক্ষিতে “পুলিশ সংস্কার” এখন সময়ের দাবি। সে লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যে “পুলিশ সংস্কার কমিশন” গঠন করেছে, যার কার্যক্রম চলমান।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘পুলিশ সংস্কার কমিশন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানতে চায়। অনুগ্রহপূর্বক গুগল ফরমে
https://forms.gle/kcXcL247eTbp3fHk6
এই লিংকে অথবা পুলিশ সংস্কার কমিশনের ওয়েবসাইটে http://www.prc.mhapsd.gov.bd প্রবেশ করে “কেমন পুলিশ চাই” লিংকে ক্লিক করুন এবং প্রদত্ত প্রশ্নমালাটি পূরণ করে আপনার মূল্যবান মতামত আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রদান করুন।
আপনার মতামত গোপন রাখা হবে। শুধু সংস্কারকাজে তথ্য সহায়তায় এটি ব্যবহৃত হবে। প্রশ্নমালাটি ভালোভাবে পড়ুন এবং পড়ে উত্তর দিন। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”