ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার

দিল্লির যে নিরাপদ এলাকায় আছেন শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট থেকে ভারতের দিল্লিতেই অবস্থান করছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে সম্প্রতি তাকে অন্যত্র সরিয়ে নেয়ার গুঞ্জন উঠেছিল।

 

বৃহস্পতিবার দ্য প্রিন্ট নিশ্চিত করেছে, বর্তমানে দিল্লিতেই আছেন শেখ হাসিনা। গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, নয়াদিল্লির সবচেয়ে নিরাপদ এলাকা লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে গত দুই মাস ধরে বসবাস করছেন শেখ হাসিনা। ভারতের সরকার তার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে।

 

লুটিয়েন্স বাংলো এলাকায় শেখ হাসিনার থাকার জায়গাটি মন্ত্রী, সিনিয়র এমপি এবং শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত বাড়ির মতো। তবে নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে বাড়িটির সঠিক ঠিকানা প্রকাশ করা হয়নি।

 

দ্য প্রিন্ট জানিয়েছে, শেখ হাসিনার নিরাপত্তায় সার্বক্ষণিক সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা রয়েছেন। তিনি একজন সম্মানিত ব্যক্তি হিসেবে এই নিরাপত্তা পাচ্ছেন।

 

প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনা মাঝে মাঝে পাশের লোধি গার্ডেনে হাঁটতে যান, যা যথাযথ প্রটোকল অনুসারে ঘটে।

 

দ্য প্রিন্ট আরো জানিয়েছে, বাইরে যাওয়ার প্রয়োজন হলে নিরাপত্তায় নিয়োজিতদের জানানো হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়।

সূত্র: দ্য প্রিন্ট

জনপ্রিয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ

দিল্লির যে নিরাপদ এলাকায় আছেন শেখ হাসিনা

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট থেকে ভারতের দিল্লিতেই অবস্থান করছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তবে সম্প্রতি তাকে অন্যত্র সরিয়ে নেয়ার গুঞ্জন উঠেছিল।

 

বৃহস্পতিবার দ্য প্রিন্ট নিশ্চিত করেছে, বর্তমানে দিল্লিতেই আছেন শেখ হাসিনা। গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, নয়াদিল্লির সবচেয়ে নিরাপদ এলাকা লুটিয়েন্স বাংলো জোনের একটি বাড়িতে গত দুই মাস ধরে বসবাস করছেন শেখ হাসিনা। ভারতের সরকার তার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে।

 

লুটিয়েন্স বাংলো এলাকায় শেখ হাসিনার থাকার জায়গাটি মন্ত্রী, সিনিয়র এমপি এবং শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত বাড়ির মতো। তবে নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে বাড়িটির সঠিক ঠিকানা প্রকাশ করা হয়নি।

 

দ্য প্রিন্ট জানিয়েছে, শেখ হাসিনার নিরাপত্তায় সার্বক্ষণিক সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা রয়েছেন। তিনি একজন সম্মানিত ব্যক্তি হিসেবে এই নিরাপত্তা পাচ্ছেন।

 

প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনা মাঝে মাঝে পাশের লোধি গার্ডেনে হাঁটতে যান, যা যথাযথ প্রটোকল অনুসারে ঘটে।

 

দ্য প্রিন্ট আরো জানিয়েছে, বাইরে যাওয়ার প্রয়োজন হলে নিরাপত্তায় নিয়োজিতদের জানানো হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়।

সূত্র: দ্য প্রিন্ট