ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার

বহদ্দারহাট হোটেলে নারীর লাশ : স্বামী পরিচয় দেওয়া ফরহাদকে খুঁজছে পুলিশ

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে ‘হোটেল গুলজার’ নামক আবাসিক হোটেলের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় ঝিনুক (৪২) নামে এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ অভিযানে নেমেছে স্বামী পরিচয় দেওয়া ফরহাদ কে আইনের আওতায় আনতে।

 

গতকাল রোববার রাত ৭টা ৪৫ মিনিটের সময় আবাসিক হোটেলটির একটি কক্ষের বাথরুম থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানা পুলিশ; জানিয়েছিলেন চান্দগাঁও থানার ওসি তদন্ত মো. সবেদ আলী।

 

ওই সময় তরুণীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করে থানা পুলিশ।

 

পুলিশ জানায়, হোটেলে দুজনে স্বামী-স্ত্রী পরিচয়ে রুম ভাড়া নেন। একজনের নাম দেন লিপি আক্তার অন্য জনের নাম দেন মো. ফরহাদ। তবে তাদের আইডি কার্ড পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে লিপির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা।

 

শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তারা আবাসিক হোটেলটিতে উঠেন। কোন এক সময়ে কৌশলে হয়তো স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি পালিয়ে যান। রোববার রাতের দিকে হোটেল কর্তৃপক্ষ রুমের বাথরুমে ওই নারীর মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। পরে লাশের সুরতহাল শেষে অভিযুক্ত ফরহাদকে ধরতে অভিযানে নামে পুলিশ।

 

চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবেদ আলী আরও জানান, নিহত নারীর নাম ঝিনুক। সে বিবাহিত। এক ছেলে ও এক মেয়ের জননী। কিন্তু স্থায়ী ঠিকানা কোথায় সেটি এখনো জানা যায়নি। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।

জনপ্রিয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ

বহদ্দারহাট হোটেলে নারীর লাশ : স্বামী পরিচয় দেওয়া ফরহাদকে খুঁজছে পুলিশ

প্রকাশিত: ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে ‘হোটেল গুলজার’ নামক আবাসিক হোটেলের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় ঝিনুক (৪২) নামে এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ অভিযানে নেমেছে স্বামী পরিচয় দেওয়া ফরহাদ কে আইনের আওতায় আনতে।

 

গতকাল রোববার রাত ৭টা ৪৫ মিনিটের সময় আবাসিক হোটেলটির একটি কক্ষের বাথরুম থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানা পুলিশ; জানিয়েছিলেন চান্দগাঁও থানার ওসি তদন্ত মো. সবেদ আলী।

 

ওই সময় তরুণীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করে থানা পুলিশ।

 

পুলিশ জানায়, হোটেলে দুজনে স্বামী-স্ত্রী পরিচয়ে রুম ভাড়া নেন। একজনের নাম দেন লিপি আক্তার অন্য জনের নাম দেন মো. ফরহাদ। তবে তাদের আইডি কার্ড পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে লিপির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা।

 

শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তারা আবাসিক হোটেলটিতে উঠেন। কোন এক সময়ে কৌশলে হয়তো স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি পালিয়ে যান। রোববার রাতের দিকে হোটেল কর্তৃপক্ষ রুমের বাথরুমে ওই নারীর মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। পরে লাশের সুরতহাল শেষে অভিযুক্ত ফরহাদকে ধরতে অভিযানে নামে পুলিশ।

 

চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবেদ আলী আরও জানান, নিহত নারীর নাম ঝিনুক। সে বিবাহিত। এক ছেলে ও এক মেয়ের জননী। কিন্তু স্থায়ী ঠিকানা কোথায় সেটি এখনো জানা যায়নি। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।