ঢাকা , সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সন্তুষ্ট এডিবি: অর্থ উপদেষ্টা কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ চলতি বছর ২০০ টন বীজধান উৎপাদনের লক্ষ্য বাকৃবির দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়াল ২৭.৩৫ বিলিয়ন ডলার দ্বৈত নাগরিকত্বের আবেদন ১৬ মে থেকে সম্পূর্ণ অনলাইনে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় নিন্দা জামায়াত আমিরের ফেনীতে কিশোরদের অপরাধের অভিযোগে দুই মাকে নাকে খত দিতে বাধ্য, অভিযুক্ত বিএনপি নেতা সিরাজগঞ্জে দুইজনকে পাঁচ মাস আটকে রাখার ঘটনায় আরাফাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় গাজীপুরে আটক ৪ জন হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

আ’লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের লিফটের ফাঁকা জায়গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ৩টার দিকে শহরের সরিষাহাটির মোড় এলাকার সাততলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি নওগাঁ সদর উপজেলার শহীদুলের মোড় এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, এক যুবক রক্তাক্ত অবস্থায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে আছেন।

সাইফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘গত ৫ আগস্ট এ ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এর পর থেকে এটি পরিত্যক্ত ছিল। এখানে সাধারণত কেউ আসে না। দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনে ভেতরে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যান।’

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক চুরি করতে ভবনে যায়। সাততলায় উঠে অসতর্কতাবশত নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জনপ্রিয়

বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সন্তুষ্ট এডিবি: অর্থ উপদেষ্টা

আ’লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০ ঘন্টা আগে

নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের লিফটের ফাঁকা জায়গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ৩টার দিকে শহরের সরিষাহাটির মোড় এলাকার সাততলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি নওগাঁ সদর উপজেলার শহীদুলের মোড় এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, এক যুবক রক্তাক্ত অবস্থায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে আছেন।

সাইফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘গত ৫ আগস্ট এ ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এর পর থেকে এটি পরিত্যক্ত ছিল। এখানে সাধারণত কেউ আসে না। দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনে ভেতরে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যান।’

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক চুরি করতে ভবনে যায়। সাততলায় উঠে অসতর্কতাবশত নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।