র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার নতুন পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তিনি র্যাবের মুখপাত্রের দায়িত্ব বুঝে নেন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মুত্তাজুল ইসলাম জানান, নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার আগে উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী র্যাব-১৩ এর পরিচালক ছিলেন। তিনি লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। আশিকুর রহমান এখন র্যাবের অপারেশন উইংয়ের দায়িত্বে রয়েছেন।