বাংলাদেশে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নির্ধারিত দুই দিনের সফর স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। তার ২৭-২৮ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে’ ইসহাক দার এই সফর করছেন না। দুই দেশের পরামর্শক্রমে সফরের নতুন তারিখ পরে নির্ধারণ করা হবে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই ধরনের বক্তব্য দিয়ে জানিয়েছে, সফরটি আপাতত স্থগিত করা হয়েছে এবং ভবিষ্যতে নতুন সময় ঠিক করা হবে।
সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকা সফরকালে ইসহাক দারের সফরের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল।
এদিকে, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার এক বন্দুক হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। এটি ২০১৯ সালের পর সেখানে সবচেয়ে প্রাণঘাতী হামলা। হামলার প্রেক্ষিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কঠোর পদক্ষেপ নিয়েছে। এর জবাবে পাকিস্তানেও জাতীয় নিরাপত্তা কমিটির এক বৈঠকে পাল্টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।