গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপকে দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুরিন হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেলিম আহম্মেদ তুলিপের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে দলের পরিচয়ে বিভিন্ন অপকর্ম ও নেতাকর্মীদের হয়রানির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ ওঠে।
বিএনপির কেন্দ্রীয় কমিটি এসব অভিযোগ তদন্ত করে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ ও লিখিত ব্যাখ্যার সুযোগ দেয়। পরবর্তীতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।