২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রশিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে (২৫) বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমানের আদালতে নিহত শাহাব উদ্দিনের বাবা মাওলানা জয়নাল আবেদীন এই মামলা দায়ের করেন।
মামলায় তৎকালীন চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সেই সময়ের রেলমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদ এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন জানান, এই হত্যাকাণ্ড ছিল বিচার বহির্ভূত এবং আইনের পরিপন্থী। আদালত মামলাটি গ্রহণ করে আগামী বুধবার (২৩ এপ্রিল) আদেশের দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি শাহাব উদ্দিনকে সাদা পোশাকধারী পুলিশ বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরদিন ভোরে কুমিল্লার সামুকশার এলাকায় গুলি করে হত্যা করা হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মামলাটি গ্রহণের পর আদালতের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।