ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

সামান্য ঘটনায় ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ, বহিষ্কার হলো দুই শিক্ষার্থী

স্কুল প্রাঙ্গণে মারপিট করে একাধিক ছাত্রদের আহত করাসহ শৃঙ্খলা ভঙ্গের কারণে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দুই শিক্ষার্থী রায়হান ও ইমনকে স্কুল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

 

 

জানা যায়, মঙ্গলবার (২২ এপ্রিল) বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটির এক জরুরি সভার সর্ব সম্মত সিদ্ধান্তে উল্লিখিত কারণে এই দুই শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

 

 

ভুক্তভোগী শিক্ষার্থী ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্থানীয় আনারপুরা ও বড়ইকান্দী ভাটের চর গ্রামের বাসিন্দা দুই দল ছাত্রের মধ্যে গত রোববার বিদ্যালয়ের ক্লাস রুমে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে পরদিন সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আনারপুরা গ্রামের রায়হান ও ইমনের নেতৃত্ব বহিরাগতদের সহায়তায় তাহিন (১৬), জোবায়ের (১৫), মো. আবদুল্লাহ (১৫) ও সাইফুল ইসলামকে (১৭) মারধর করে আহত করা হয়। সার্বিক ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেয়া ও কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জনপ্রিয়

বহুল সমালোচিত বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি, বলছে পুলিশ

সামান্য ঘটনায় ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ, বহিষ্কার হলো দুই শিক্ষার্থী

প্রকাশিত: ৬ ঘন্টা আগে

স্কুল প্রাঙ্গণে মারপিট করে একাধিক ছাত্রদের আহত করাসহ শৃঙ্খলা ভঙ্গের কারণে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দুই শিক্ষার্থী রায়হান ও ইমনকে স্কুল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

 

 

জানা যায়, মঙ্গলবার (২২ এপ্রিল) বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটির এক জরুরি সভার সর্ব সম্মত সিদ্ধান্তে উল্লিখিত কারণে এই দুই শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

 

 

ভুক্তভোগী শিক্ষার্থী ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্থানীয় আনারপুরা ও বড়ইকান্দী ভাটের চর গ্রামের বাসিন্দা দুই দল ছাত্রের মধ্যে গত রোববার বিদ্যালয়ের ক্লাস রুমে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে পরদিন সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আনারপুরা গ্রামের রায়হান ও ইমনের নেতৃত্ব বহিরাগতদের সহায়তায় তাহিন (১৬), জোবায়ের (১৫), মো. আবদুল্লাহ (১৫) ও সাইফুল ইসলামকে (১৭) মারধর করে আহত করা হয়। সার্বিক ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেয়া ও কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।