বরগুনা জেলার সব সড়ক ও মহাসড়কে পৌরসভার নামে যানবাহনের কাছ থেকে টোল (চাঁদা) আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) বরগুনার দ্রুত বিচার আদালতের বিচারক এস এম শরিয়ত উল্লাহ্ এই আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, বেতাগী পৌরসভার প্রশাসক মো. খোকন হাওলাদার ১৪৩২ বঙ্গাব্দের জন্য পৌর টেম্পোস্ট্যান্ড ইজারা দিলেও সেখানে কিছু ব্যক্তি জোরপূর্বক টোল আদায় করছেন বলে অভিযোগ এনে তিনি আদালতে মামলা করেন।
আদালত শুনানিকালে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে বলেন, কোনো আইন বা কর্তৃত্ব ছাড়াই এভাবে রাস্তা থেকে চাঁদা আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ। আদালত জানতে চান, কোন আইনের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা টেম্পোস্ট্যান্ডের ইজারা দিয়েছেন।
আদেশে আদালত উল্লেখ করেন, হাইকোর্টের নির্দেশনার পরও বরগুনার বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়ক থেকে টোলের নামে চাঁদা আদায় বন্ধ হয়নি। মামলার কাগজপত্র পর্যালোচনায় এমন অবৈধ টোল আদায়ের সত্যতাও পাওয়া গেছে।
এ অবস্থায় আদালত কারণ দর্শানোর নোটিশ জারি করে বলেন, কেন পৌর প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ সুপ্রিম কোর্টে পাঠানো হবে না।
পাশাপাশি বরগুনা জেলার সব পৌরসভার প্রশাসক এবং সংশ্লিষ্ট থানার ওসিদের লিখিতভাবে জানাতে বলা হয়েছে, তাদের এলাকায় এ ধরনের টোল আদায় এখনও চলছে কি না।
এছাড়া বরগুনা জেলার সব পৌরসভাকে অবৈধ টোল আদায় বন্ধে পুনরায় নির্দেশনা দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।