মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে একটি পুকুর থেকে ৩২৬ রাউন্ড তাজা চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে দক্ষিণ পাইকপাড়ার আলফাজ উদ্দিনের বাড়ির পাশের পুকুর থেকে এ গুলি উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, “পুকুরের পানির নিচে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে আটকানো একটি টিনের বাক্স ও একটি প্লাস্টিকের বাক্সে করে এসব গুলি রাখা ছিল।”
ধারণা করা হচ্ছে, গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া গুলির অংশ হতে পারে এসব। অসৎ উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা এগুলো পুকুরে লুকিয়ে রেখেছিল বলে সন্দেহ করা হচ্ছে।
ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, সোর্সের তথ্য অনুযায়ী এগুলো মুন্সীগঞ্জ সদর থানার গুলি হতে পারে। যদিও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে এটা নিশ্চিত যে উদ্ধার হওয়া গুলি পুলিশের ব্যবহৃত।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং গুলিগুলোর উৎস সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।