ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার

ইনানী সমুদ্র সৈকত থেকে ২৪ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী থেকে ২৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

এরমধ্যে ১৪ জন নারী ও ১০ জন পুরুষ সদস্য রয়েছে। এদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এসব রোহিঙ্গারা মালয়েশিয়ার উদ্দেশ্য পাড়ি দিচ্ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) সকাল দশটার দিকে উখিয়ার ইনানী থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃত রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, ভোর ৪টার দিকে প্রায় শতাধিক রোহিঙ্গাকে তারা সৈকতের বালিয়াড়ি পেরিয়ে হঠাৎ লোকালয়ে আসতে দেখে অবাক হন তারা। পরে বেশিরভাগ রোহিঙ্গারা পালিয়ে যায়। এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাচাই-বাছাই করে ক্যাম্প ইনচার্জের নিকট আটক রোহিঙ্গাদের হস্তান্তর করা হয়। আ

টক হওয়া রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খুরশিদা বেগম (২৪) জানান, আমরা মালেয়শিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম, মিয়ানমারের নৌবাহিনী জলসীমা অতিক্রমের সময় বাঁধা দেয়। মাঝি বোট ঘুরিয়ে ফেলে এদিকে চলে আসে এবং আমরা সাগরের মাঝে ১০ দিন ছিলাম।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ১৪ জন নারী ও ১০ জন পুরুষ। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্পে তাদের ফেরত পাঠানো হয়েছে।

জনপ্রিয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ

ইনানী সমুদ্র সৈকত থেকে ২৪ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ০২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী থেকে ২৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

এরমধ্যে ১৪ জন নারী ও ১০ জন পুরুষ সদস্য রয়েছে। এদের জিজ্ঞাসাবাদ শেষে স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এসব রোহিঙ্গারা মালয়েশিয়ার উদ্দেশ্য পাড়ি দিচ্ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) সকাল দশটার দিকে উখিয়ার ইনানী থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃত রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

জানা যায়, ভোর ৪টার দিকে প্রায় শতাধিক রোহিঙ্গাকে তারা সৈকতের বালিয়াড়ি পেরিয়ে হঠাৎ লোকালয়ে আসতে দেখে অবাক হন তারা। পরে বেশিরভাগ রোহিঙ্গারা পালিয়ে যায়। এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাচাই-বাছাই করে ক্যাম্প ইনচার্জের নিকট আটক রোহিঙ্গাদের হস্তান্তর করা হয়। আ

টক হওয়া রোহিঙ্গাদের মধ্যে উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খুরশিদা বেগম (২৪) জানান, আমরা মালেয়শিয়া যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম, মিয়ানমারের নৌবাহিনী জলসীমা অতিক্রমের সময় বাঁধা দেয়। মাঝি বোট ঘুরিয়ে ফেলে এদিকে চলে আসে এবং আমরা সাগরের মাঝে ১০ দিন ছিলাম।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ১৪ জন নারী ও ১০ জন পুরুষ। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে স্ব-স্ব রোহিঙ্গা ক্যাম্পে তাদের ফেরত পাঠানো হয়েছে।