রাজশাহীতে এক এসএসসি পরীক্ষার্থী মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার বাবা পিটুনিতে নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) রাতে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
নিহতের নাম আকরাম হোসেন (৫২)। তিনি রাজশাহী নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, আকরামের মেয়ে আলফি এসএসসি পরীক্ষার্থী। বুধবার সকালে প্রাইভেট পড়ে ফেরার সময় স্থানীয় এক যুবক ‘নাট্টু’ তাকে উত্যক্ত করে। বিষয়টি জানার পর আকরাম অভিযুক্তের পরিবারের সঙ্গে কথা বলেন।
এর জেরে রাত ১০টার দিকে নাট্টু ও তার সহযোগীরা আকরামের ছেলে ইমাম হাসান অনন্তকে রাস্তা থেকে ধরে মারধর করে। আকরাম ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়।
এলাকাবাসীরা গণমাধ্যমকে জানিয়েছে, হামলাকারীরা আকরামের মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।