ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার

কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বুধবার (১০ এপ্রিল) হাজির করা হয় সাবেক নৌ পরিবহণ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানকে। শুনানির সময় তাকে দেখা যায় হাস্যোজ্জ্বল ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে। তিনি বলেন, “বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি।”

শুনানির সময় কাঠগড়ার সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনেন শাজাহান খান। মাঝে মাঝে সহ-আসামিদের সঙ্গে কথা বলেন এবং আদালতের অনুমতি নিয়ে পানি পান করেন। যাত্রাবাড়ী থানার তিন মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর পর তাকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে হাজতখানায় নেওয়া হয়। এ সময়ও তাকে হাসিমুখেই দেখা যায়।

সাংবাদিকদের এক প্রশ্নে, কারাগারে কেমন গেল নববর্ষ— উত্তরে তিনি বলেন, “নববর্ষ যে হইছে, এটাই তো অনেক কিছু… আমাদের কথা আর কত শুনবেন, এবার আপনারাই কিছু বলেন।”

উল্লেখ্য, ২০২3 সালের ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়। মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতির দায়িত্বেও ছিলেন।

বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলায় রিমান্ড ও জামিন শুনানি চলছে, তবে তার মুখে আত্মবিশ্বাসের ছাপ এখনো স্পষ্ট।

জনপ্রিয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ

কারাগারে নববর্ষ, তবু হাস্যোজ্জ্বল শাজাহান খান বললেন: ‘বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি’

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বুধবার (১০ এপ্রিল) হাজির করা হয় সাবেক নৌ পরিবহণ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানকে। শুনানির সময় তাকে দেখা যায় হাস্যোজ্জ্বল ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে। তিনি বলেন, “বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি।”

শুনানির সময় কাঠগড়ার সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনেন শাজাহান খান। মাঝে মাঝে সহ-আসামিদের সঙ্গে কথা বলেন এবং আদালতের অনুমতি নিয়ে পানি পান করেন। যাত্রাবাড়ী থানার তিন মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর পর তাকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে হাজতখানায় নেওয়া হয়। এ সময়ও তাকে হাসিমুখেই দেখা যায়।

সাংবাদিকদের এক প্রশ্নে, কারাগারে কেমন গেল নববর্ষ— উত্তরে তিনি বলেন, “নববর্ষ যে হইছে, এটাই তো অনেক কিছু… আমাদের কথা আর কত শুনবেন, এবার আপনারাই কিছু বলেন।”

উল্লেখ্য, ২০২3 সালের ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়। মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতির দায়িত্বেও ছিলেন।

বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলায় রিমান্ড ও জামিন শুনানি চলছে, তবে তার মুখে আত্মবিশ্বাসের ছাপ এখনো স্পষ্ট।