ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বুধবার (১০ এপ্রিল) হাজির করা হয় সাবেক নৌ পরিবহণ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানকে। শুনানির সময় তাকে দেখা যায় হাস্যোজ্জ্বল ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে। তিনি বলেন, “বাইরের চেয়ে ভিতরেই ভালো আছি।”
শুনানির সময় কাঠগড়ার সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনেন শাজাহান খান। মাঝে মাঝে সহ-আসামিদের সঙ্গে কথা বলেন এবং আদালতের অনুমতি নিয়ে পানি পান করেন। যাত্রাবাড়ী থানার তিন মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর পর তাকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে হাজতখানায় নেওয়া হয়। এ সময়ও তাকে হাসিমুখেই দেখা যায়।
সাংবাদিকদের এক প্রশ্নে, কারাগারে কেমন গেল নববর্ষ— উত্তরে তিনি বলেন, “নববর্ষ যে হইছে, এটাই তো অনেক কিছু… আমাদের কথা আর কত শুনবেন, এবার আপনারাই কিছু বলেন।”
উল্লেখ্য, ২০২3 সালের ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়। মাদারীপুর-২ আসন থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতির দায়িত্বেও ছিলেন।
বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলায় রিমান্ড ও জামিন শুনানি চলছে, তবে তার মুখে আত্মবিশ্বাসের ছাপ এখনো স্পষ্ট।