সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৩ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ আবু তাহের ও তারেক রহমানও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে দেশে ফিরে ডা. শফিকুর রহমান গণমাধ্যমে সাক্ষাতের বিষয়টি স্বীকার করে বলেন, বেগম জিয়ার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে, দোয়া ও কুশল বিনিময় হয়েছে।
জানা গেছে, জামায়াত আমির ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান এবং সেখান থেকে নায়েবে আমিরকে সঙ্গে নিয়ে লন্ডনে যান। সাক্ষাতের পর সোমবার (১৪ এপ্রিল) তিনি দেশে ফেরেন।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে সাক্ষাতের বিষয়টি তুলে ধরেন। তিনি লেখেন, “দুই ডাক্তারের এ সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে তা সময়ই বলবে।”
তিনি আরও জানান, খালেদা জিয়া বর্তমানে তারেক রহমানের বাসায় থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, এই সাক্ষাৎ এমন এক সময় হলো যখন রাজনীতিতে নতুন জোট, সংলাপ ও সমঝোতার গুঞ্জন চলছে।