ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি চাঁদপুরে পুকুর খননের সময় মিলল পুরনো থ্রি নট থ্রি রাইফেল ইউএস-বাংলা এয়ারলাইন্সে আইন উপদেষ্টা পদে নিয়োগ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড় ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার

লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৩ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ আবু তাহের ও তারেক রহমানও উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎ শেষে দেশে ফিরে ডা. শফিকুর রহমান গণমাধ্যমে সাক্ষাতের বিষয়টি স্বীকার করে বলেন, বেগম জিয়ার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে, দোয়া ও কুশল বিনিময় হয়েছে।

 

জানা গেছে, জামায়াত আমির ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান এবং সেখান থেকে নায়েবে আমিরকে সঙ্গে নিয়ে লন্ডনে যান। সাক্ষাতের পর সোমবার (১৪ এপ্রিল) তিনি দেশে ফেরেন।

 

এদিকে, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে সাক্ষাতের বিষয়টি তুলে ধরেন। তিনি লেখেন, “দুই ডাক্তারের এ সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে তা সময়ই বলবে।”

 

তিনি আরও জানান, খালেদা জিয়া বর্তমানে তারেক রহমানের বাসায় থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

 

উল্লেখ্য, এই সাক্ষাৎ এমন এক সময় হলো যখন রাজনীতিতে নতুন জোট, সংলাপ ও সমঝোতার গুঞ্জন চলছে।

জনপ্রিয়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ

লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

প্রকাশিত: ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৩ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ আবু তাহের ও তারেক রহমানও উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎ শেষে দেশে ফিরে ডা. শফিকুর রহমান গণমাধ্যমে সাক্ষাতের বিষয়টি স্বীকার করে বলেন, বেগম জিয়ার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে, দোয়া ও কুশল বিনিময় হয়েছে।

 

জানা গেছে, জামায়াত আমির ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান এবং সেখান থেকে নায়েবে আমিরকে সঙ্গে নিয়ে লন্ডনে যান। সাক্ষাতের পর সোমবার (১৪ এপ্রিল) তিনি দেশে ফেরেন।

 

এদিকে, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে সাক্ষাতের বিষয়টি তুলে ধরেন। তিনি লেখেন, “দুই ডাক্তারের এ সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে তা সময়ই বলবে।”

 

তিনি আরও জানান, খালেদা জিয়া বর্তমানে তারেক রহমানের বাসায় থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

 

উল্লেখ্য, এই সাক্ষাৎ এমন এক সময় হলো যখন রাজনীতিতে নতুন জোট, সংলাপ ও সমঝোতার গুঞ্জন চলছে।