বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন,
“জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ঢাকায় আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, আর দাফন হয়েছে দিল্লিতে।”
সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর রমনার বটমূলে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, যা দক্ষিণ এশিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
আওয়ামী লীগ সম্পর্কে সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, “বৈশাখী শোভাযাত্রা, মেলা, পান্তা—এসব আমাদের সংস্কৃতির অংশ। এগুলো নষ্ট করার জন্যই আওয়ামী লীগ মঙ্গল শোভাযাত্রার প্রচলন করেছে।”
তিনি আরো বলেন, “বাংলাদেশে সব জাতি-ধর্মের মানুষ মিলেমিশে সংস্কৃতি পালন করবে—এই জায়গায় ধর্মীয় প্রচার আনার সুযোগ নেই। যারা আমাদের সংস্কৃতিকে নষ্ট করতে চায়, তাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে।”
শেষে তিনি বাঙালি সংস্কৃতিকে ধারণ করার এবং ভারতীয় সংস্কৃতি বর্জনের আহ্বান জানান।